#নিউজ ডেস্কঃ ৮ মাস বয়সী একটি শিশু খেলতে খেলতে গিলে নেয় কৌটো। এবং তড়িঘড়ি তাকে NRS হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে ফিরিয়ে দেয়। এদিকে শিশুটির শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে আসে ৫০% এর নিচে। অবশেষে কোন উপায়ন্ত খুঁজে না পেয়ে সেই শিশুটিকে নিয়ে যাওয়া হয় SSKM হসপিটালে। সেখানে কর্মরত চিকিৎসকেরা শরীর নীল হয়ে যাওয়া শিশুটির ল্যারিঙ্গোস্কোপি (Laryngoscopy) করে বার করে সেই কৌটোটি।
নিউ টাউনের বাসিন্দা শিশুটির বাবা মেঘনাথ বারুই তিনি জানিয়েছেন, তার ৮ মাস বয়সী শিশু রীতেশ এ দিন সকালে খেলার ছলে কাজলের কৌটো গিলে নেয়। এবং সঙ্গে সঙ্গেই শুরু হয় তার শ্বাসকষ্ট। তড়িঘড়ি শিশুটিকে প্রথমে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে শিশুটিকে পাঠানো হয় NRS এ। পরিবারের দাবি, সকাল ৯ টায় হাসপাতালে পৌঁছার পর শিশুটিকে পাঠানো হয় বিভিন্ন বিভাগ কক্ষে। এরপর ৩ টি বিভাগ ঘোরার পর ডাক্তাররা বলেন যন্ত্র নেই। শিশুটিকে PG তে নিয়ে যেতে।
এরপরেই সেই শিশুটিকে PG তে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ল্যারিঙ্গোস্কোপি (Laryngoscopy) করে গলায় আটকে থাকা কৌটোটি বার করেন। কিন্তু ততক্ষণে শিশুটির শরীরে অক্সিজেনের চাহিদা দেখা দিয়েছিল। তাই শিশুটিকে ভেন্টিলেশনের (Ventilation) পাঠানো হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।
তবে প্রশ্ন থেকে যায়, NRS এর মতোন একটি হাসপিটালে কি কৌটো বার করার মতোন পরিকাঠামো ছিল না? এই বিষয়ে সুপার ইন্দিরা বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ED-র কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।
খবর সুত্র- আনন্দ বাজার পত্রিকা।
#আরো পড়ুনঃ নিজের পোষ্য কুকুরকে বিয়ে করলেন মডেল!