Friday, December 8, 2023

রাতের অন্ধকারে গর্ভবতী ছাগলকে ধর্ষণ করে খুন করায় গ্রেফতার যুবক

#নিউজ ডেস্কঃ গর্ভবতী এক ছাগলকে ধর্ষণ করে খুন করলো তামিলনাডুর (Tamil Nadu) এক যুবক। অভিযুক্ত ওই যুবক সে কেরালার (Kerala) একটি হোটেলে কাজ করতো। এবং মঙ্গলবার (Tuesday) রাতে ওই ঘৃন্য অপরাধীটি করে সে। ঘটনার পর অবশ্য ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তবে যুবকের পরিবার এই ঘৃন্য অপরাধের কথা শুনে তারা কিছুতেই তা মানতে পারছেন না।

ঘটনায় হোটেল মালিক জানিয়েছে, মঙ্গলবার রাত ১১ টার সময় ছাগলটির চিৎকারের আওয়াজ শুনে তিনি ঘুম থেকে উঠে পড়েন। এবং ছাগলটির কাছে পৌঁছলে তিনি লক্ষ্য করেন, এক ব্যক্তি তাকে দেখে দৌড়ে পালাচ্ছে। অপর দিকে সেই ছাগলটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। এবং পরে সনাক্ত করন হয় যে, পালিয়ে যাওয়া ব্যক্তিটি আসলে তার হোটেল কর্মী সেন্থিল
এরপর পুলিশ ওই যুবককে আটক করে। ঘটনায় পুলিশ জানিয়েছে, মৃত ছাগলটির ময়নাতদন্ত করা হয়। এবং রিপোর্টে (Report) উঠে আসে যে সেন্থিল (Senthil) গর্ভবতী ছাগলটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। পুলিশ সেন্থিলের বিরুদ্ধে পশু আইনে মামলা করে।

খবর সুত্রঃ সংবাদ প্রতিদিন।
আপনার জন্য
WhatsApp Logo