#নিউজ ডেস্কঃ প্রতিবাদের এক অভিনব উপায় দেখিয়ে নিজের শিক্ষাগত সার্টিফিকেট আগুনে পুড়িয়ে দিলেন শীলরোতন রোধ নামে এক যুবক। ইতিমধ্যেই তার এই পদক্ষেপ সাড়া ফেলে দিয়েছে বিভিন্ন মহলে।
জানা যায়, কোন রকমে এক কম্পিউটার (Computer) সেন্টার চালিয়ে টেনেটুনে সংসার খরচ চালাতেন শীলরোতন। অন্যদিকে আবার সরকারি চাকরিও প্রস্তুতি নিচ্ছিল সে। অভিযোগ, উত্তর প্রদেশ (Uttar Pradesh) আসন্ন বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ফের একবার ক্ষমতায় এসেছেন, তাই সরকারি চাকরিবাকরির আর কোন আশাই নেই। অন্যদিকে আবার নিজে পড়াশুনা করার পাশাপাশি তার ছোট ভাই সেও একটি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল।
এদিন প্রতিবাদের এক অন্যরকম ভাষা জানিয়ে মৈনপুরী জেলার কারহাল গ্ৰামের বাসিন্দা শীলরোতন তার দশম এবং একাদশ শ্রেণীর সমস্ত সার্টিফিকেট আগুনে পুড়িয়ে ছাই করে দেয় সে।
যুবকের অভিযোগ, ভোটে জিতে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আবারও ক্ষমতায় ফিরেছেন। এরফলে তিনি এবং তার ছোট ভাই চাকরিবাকরি পাবার আর কোন আশাই খুঁজে পাচ্ছেন না। যুবকটি আরো জানায়, যোগী আদিত্যনাথের বদলে যদি সমাজবাদী পার্টির মূখ্য নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) তিনি ক্ষমতায় আসতেন তাহলে একটি সরকারি চাকরি পেতে পারতেন তারা।
জানা গিয়েছে, ২০১১ সালে একটি পথ দুর্ঘটনায় ২ পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন শীলরোতন। সুস্থ হতে প্রায় ২ মাস সময় লেগেছিল তার।
#আরো পড়ুনঃ ৩ বছর বয়সী শিশুর গুলিতে প্রাণ হারালো মা!