#নিউজ ডেস্কঃ নিজের ৫ বছর বয়সী মেয়েকে বাড়ির ভিতর লুকিয়ে রেখে নিখোঁজ হবার নাটক করলেন বাবা। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের (Bangladesh) নারায়ণগঞ্জের ফতুল্লার পাটালতুলি এলাকায়।
জানা গেছে, ১১ মার্চ (March) সকালে স্বামী সামীম মোল্লার সাথে তার স্ত্রী জাহানারা বাদীর ঝগড়া বাধে। ঝগড়ার সুত্রপাত, স্বামীর একজন বিধবা স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এবং ঝগড়ার পর দুজনেই রাতে ঘুমিয়ে পড়লে সকালে উঠে দেখা যায়, তাদের মেয়ে মোসা: শাম্নি আক্তার (৫) (Mosa: Shamni Akhter) তাকে আর পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে মেয়েকে নিখোঁজ দেখে মা জাহানারা তিনি স্থানীয় পুলিশ স্টেশনে একটি রিপোর্ট (Report) লেখান। আর বাবা তিনি তার ফেসবুক আইডিতে (Facebook I’d) নিখোঁজ মেয়ের সন্ধান পেতে একটি ছবি আপলোড করেন। যাতে মেয়ে নিখোঁজের ঘটনাটি সবার কাছে সত্য মনে হয়।
এদিকে আবার মেয়ে নিখোঁজের পরের দিন বাবা সামীম মোল্লা এবং তার ছোট ভাই, তারা বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায়। পরে পুলিশ তাদের অন্য একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, নিজের মেয়েকে কাশিয়ানীর খাগেরহাটের (Khagerhat) নিজ বাড়িতে লুকিয়ে রেখেছে বাবা। পরে ১৩ মার্চ (March) বিকেলে ওই বাড়িতে গিয়ে পুলিশ নিখোঁজ মেয়ে শাম্নিকে উদ্ধার করে।
ঘটনায় পুলিশ (police) জানিয়েছে, স্বামী-স্ত্রীর অশান্তির জেরেই নিজের মেয়েকে সামীম মোল্লা তাদের অন্য একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল। এবং ঘটনার সাথে যুক্ত দোষীদের শাস্তির প্রক্রিয়া চলেছে।