#নিউজ ডেস্কঃ ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে খুন করেন ৫৫ বছরের এক ব্যক্তি। আর তাই সেই ধর্ষনকারীরকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে গিয়ে নদীর পাড়ে পৌঁছান মেয়েটির বাবা ও মামা। এরপর ছুরি দিয়ে ওই ব্যক্তির মাথা ও শরীর টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দেন তারা।
ঘটনাটি ঘটেছে, মধ্যেপ্রদেশের (Madhya Pradesh) খান্ডোয়া জেলায়। পরে পুলিশ হত্যাকারী বাবা ও মামাকে গ্রেফতার করে।
জানা যায়, ধর্ষনকারীর নাম ত্রিলোকচাঁদ। ঘটনায় এক পুলিশ কর্মী জানায়, মৃত ব্যক্তির মরদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়লে তার পরিচয় সনাক্ত করা যায়। তার বাড়ি শক্তপুর গ্ৰামে।
এবং এই ঘটনায় পুলিশের সাব ডিভিশনাল রাকেশ পেন্দ্রো (Rakesh Pendro) তিনি জানিয়েছেন, ত্রিলোকচাঁদকে মাছ কাটার ছুরি দিয়ে তার শরীর টুকরো টুকরো করে কাটা হয়। এরপর ওই ব্যক্তির দেহ নদীর জলে ভাসিয়ে দেয় মেয়েটির বাবা ও মামা।