#নিউজ ডেস্কঃ রোববার ২৭ মার্চ (March) মেক্সিকোর মধ্যাঞ্চলের মিচিয়কান (Michiakan) রাজ্যের লাস টিনাজাস শহরে এক অনুষ্ঠানে মোরগ লড়াই দেখতে আসা লোকজনের উপর এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকধারী একটি দল। সঙ্গে সঙ্গেই ঘটনা স্থলে প্রাণ হারায় ১৯ জন। এবং আহত হয়েছে আরো অনেকে।
ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারী দলটি মোরগ লড়াই দেখতে আসা উৎসুক জনতার উপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। ঘটনায় ফরেনসিক (Forensic) বিশেষজ্ঞরা জানান, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৩ জন মহিলার দেহ খুঁজে পাওয়া যায়। এবং এই হামলায় আহত হয়েছেন আরো অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী দলটি এলোপাথাড়ি গুলি চালানোর পর তারা বিভিন্ন গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়।
#আরো পড়ুনঃ দুই হাত নেই, তাই পা দিয়ে বিমান চালান জেসিকা