Saturday, December 2, 2023

ময়লা থালাবাটি না ধোয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

#নিউজ ডেস্কঃ ময়লা থালাবাটি না ধোয়ায় স্বামীকে ডিভোর্স দিতে এক মুহুর্ত দেরি করলেন না স্ত্রী। আর এই ভাবেই তাদের ১২ বছরের সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রে (United States)। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী,ওই দম্পতির ৪ বছরের একটি সন্তানও রয়েছে। 

পরে অবশ্য স্বামী নিজের ভুল বুঝতে পেরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু এতেও স্ত্রীর মন গলানো যায়নি। এরপর স্বামী তার স্ত্রীর উদ্দেশ্যে একটি  চিঠি লেখেন। যেখানে লেখা ছিল, তোমার প্রতি আমি খুবই অন্যায় কাজ করেছি। আমি খুবই বেখেয়ালি ছিলাম। জল খাওয়ার পর গ্লাস গুলোও না ধুয়ে  টেবিলের উপর রেখে দিতাম। খাবার প্লেটও আমি কখনো পরিষ্কার করিনি। এমনকি নিজের জামা প্যান্টও না গুছিয়ে মেঝেতে ফেলে রাখতাম। হয়তো এই কারণেই তুমি আমার প্রতি বিরক্ত হয়ে চলে গেছো। পারলে আমাকে ক্ষমা করে দিও প্রিয়তমা।
আপনার জন্য
WhatsApp Logo