Friday, December 8, 2023

বয়ফ্রেন্ড চুম্বন না করায় পুলিশে ফোন তরুণীর

#নিউজ ডেস্কঃ অভিযোগ, তরুণীর বয়ফ্রেন্ড তরুণীকে চুম্বন করেনি। তাই ওই তরুণী ১৯৯ এ ফোন করে তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ঘটনায় লিংকনশায়ারের (Lincolnshire) পুলিশ জানায়, বয়ফ্রেন্ড আপনাকে চুমু দিচ্ছে না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর এটা থানায় জানানো সম্পুর্ন অযৌক্তিক।

জানা গেছে, দাঁতের সমস্যা কিংবা ট্রেনের সময়সূচি জানতে ইমার্জেন্সি নাম্বার (Emargency number) ১৯৯ এ ফোন করে থাকেন অনেকে। গত বছর করোনা ভাইরাসের বিধিনিষেধ থাকার সত্তেও ২ ডিসেম্বর (December) থেকে ২ জানুয়ারী (January) পর্যন্ত পুলিশের কাছে ২৫৬ টি কল আসে।

তাই লিংকনশায়ারের পুলিশ এই বিষয়ে  জনগণের উদ্দেশ্যে একটি বিবৃতি জানিয়ে বলেন, জীবনের ঝুঁকি কিংবা জরুরি ভিত্তিক অবস্থা ছাড়া কেউ ১৯৯ এ ফোন করবেন না। পুলিশ বলে, বড় দিনের সময় তাদের কাছে সবচেয়ে বেশি কল আসে। যার বেশিরভাগই তাদের পারিবারিক কিংবা ডিনারে তারা কি খাবেন সেই বিষয়ক ফোন।   

পুলিশের এক মুখপাত্র তিনি জানান, কেবলমাত্র বিপদে পড়লে বা অপরাধ মূলক কাজ হয়েছে এমন ক্ষেত্রেই ১৯৯ এ ফোন করার জন্য জনগণকে আহবান জানান তিনি।
আপনার জন্য
WhatsApp Logo