#নিউজ ডেস্কঃ ফুল এমনি একটি প্রকৃতির সৃষ্টি উপাদান যা কম বেশি সকলেরই পছন্দ। পূজো হোক বা কোন বিয়ে বাড়ি, ফুল ছাড়া যেন কোন কাজই সম্পুর্ণ নয়।
তবে কিছু কিছু ফুল আছে যা দেখতে বড়ই অদ্ভুত হয়। যাদের নাম কিনা স্বয়ং বিজ্ঞানের খাতাতেও লেখা থাকে না। আর তেমনি একটি ফুল রয়েছে ইন্দোনেশিয়ার (Indonesia) এক জঙ্গলে। যা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও দুর্গন্ধ যুক্ত ফুল হিসেবে পরিচিত। কারণ ফুলটির পাপড়ি থেকে সর্বদাই পঁচা মাংসের গন্ধ বের হতে থাকে।
ইরানি বিজ্ঞানীদের (Iranian scientist) মতে, ফুলটির সঠিক নাম না জানা গেলেও, ফুলটি ব়্যাফ্লেশিয়া (Bafflesia) প্রজাতির। এবং পুরো পৃথিবীতে জুড়ে এমন আরো ৩২ টি প্রজাতির ফুল রয়েছে। যার মধ্যে ২৮ টি ভেরিফাইড এবং ৪ টি আনভেরিফাইড। ইন্দোনেশিয়ার জঙ্গলে মূলত যেই ফুলটি ফুটে সেটি ভেরিফাইড ব়্যাফ্লেশিয়া টুয়ান মুডায় (Bafflesia twain muda) জাতীয় ফুল। ফুলটির ব্যস ৩ ফুট ৬ ইঞ্চি বা ১১ সেন্টিমিটার ও ১০ ফুট। ফুলটির সমন্ধে সবচেয়ে বড় কথা হল, এটির আয়ু মাত্র এক সাপ্তাহ। আর এক সাপ্তাহ বাদেই ফুলটি সম্পুর্ন নষ্ট হয়ে যায়।
জানা গেছে, বিশাল আকৃতি বিশিষ্ট এবং সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফুলটির আবিষ্কারক হলেন, ঊনিশ শতকের গবেষক স্যার স্যামফোর্ড রাফলেস (sir Samford Raffles )। তিনিই ফুলটিকে সর্বপ্রথম খুঁজে বার করেন। এবং ফুলটির পাপড়িতে থেকে দুর্গন্ধ বের হওয়ার সবচেয়ে বড় কারণ হলো, এটি বিভিন্ন পোকামাকড়েকে তার নিজের দিকে আকৃষ্ট করতে এই গন্ধ ব্যবহার করে থাকে।