Saturday, December 2, 2023

পুতিনের গার্লফ্রেন্ড নিয়ে চর্চা সর্বত্র , আসলে কে সেই নারী?

##নিউজ ডেস্কঃ  ইউক্রেনে রাশিয়ার হামলার পর সরা বিশ্বে  এখন চর্চার একটাই নাম আর সেটা হল ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। ইতিমধ্যেই পুরো বিশ্ববাসীর কাছে পুতিনের শক্তির এক অন্যতম রুপ উঠে এসেছে সবার কাছে। যেমনি শক্তিধর তেমনি  মনোবল পুতিনের।

কিন্তু  পুরো বিশ্বের কাছে আরো একটি নতুন জল্পনা তৈরি হয়েছে, আর সেটা হল পুতিনের গার্লফ্রেন্ডকে (Girlfriend)  নিয়ে। শোনা মতে, পুতিন এবং  তার গার্লফ্রেন্ডের মধ্যে নাকি বহু বছরের সম্পর্ক।

আসলে কে সেই পুতিনের গার্লফ্রেন্ড?

জানা গিয়েছে, ২০১৪ সালে পুতিনের ডিভোর্স হয়ে যায় তার স্ত্রী লুডমিলা আলেকজান্ড্রোভা ওচেরেতনায়া-র সঙ্গে। বিবাহ বিচ্ছেদের কারণ উল্লেখে  অনেকেই বলেন, পুতিনের জীবনে একটি মেয়ের আগমন।

এরপরেই ২০০৮ সালে পুতিনের সঙ্গে পরিচয় হয় তার প্রেমিকা এলিনার(Elena) সঙ্গে। ২০০৪ সালে এলিনা অলিম্পিক জিবনাসটিকে সোনা জেতেন। এমনকি শোন মতে, এলিনার সাথে নাকি পুতিনের বিয়েও হয়েছিল। 

২০১৪ সালে পুতিন এবং তার স্ত্রীর লুডমিনার সাথে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটলে এলিনা এবং পুতিন খুব কাছাকাছি চলে আসেন। এরপর ২০১৬ সালে এলিনার সাথে পুতিনের বিয়ে হয় তাও আবার গোপনে। 

কিন্তু ২০১৬ সাথেই এলিনাকে দেওয়া পুতিনের বিবাহের আংটি নিয়ে শুরু হয় জল্পনা। এলিনার নাকি যমজ ২ সন্তান রয়েছে তারা  দেখতে নাকি পুতিনের মতোই।

এরপর ২০১৭ সালে এলিনাকে  নিয়ে শুরু হয় আবারও নতুন জল্পনা। একটি  ঢিলে ঢালা লাল পোষাকে এলিনাকে দেখা যায় একটি পার্টিতে(party) । তখন সবাই সেখানে বলাবলি করেন, এলিনা নাকি তার বেবিবাম্প লুকোতে এই পোশাক পড়েছেন।

##আরো পড়ুনঃ বিয়ের পিঁড়িতে বসে বরের মাথায় টাক দেখে বিয়ে ভেঙে দিল কানে! 

পরবর্তিতে এলিনা তার ক্রিয়া জীবন থেকে অবসর নিয়ে তিনি রাজনীতিতে পা রাখেন। এবং ইউনাইটেড রুশ পার্টি (United Russian Party) নামে একটি দল গঠন করেন তিনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তার প্রেমিকার বিষয়ে কাউকে কখনো কিছু খুলে বলেননি। চিরকাল গোপন রেখেছেন সবকিছু।

##আরো পড়ুনঃ কাউকে করলেন না নিরাশ , ৩ বোনকেই বিয়ে করলো যুবক

আপনার জন্য
WhatsApp Logo