#নিউজ ডেস্কঃ পালিত কুকুরের আক্রমনে গুরুতর আহত হয়েছিল ১৭ মাসের বেলা রে বার্চ নামে এক কন্যা শিশু। সোমবার যুক্তরাষ্ট্রের ইংল্যান্ড সেন্ট হেলেনসে (St. Helens) এই ঘটনা ঘটে। এরপর সঙ্গে সঙ্গে বেলা রে বার্চ’কে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু ঘটে ওই শিশুটির।
জানা গেছে, বেলার পরিবার মাত্র কয়েকসপ্তাহ আগেই ওই কুকুরটিকে কিনেছিল তারা। এবং নিরাপত্তা স্বার্থে কুকুরটিকে মেরে ফেলে মার্সিসাইড পুলিশ। পুলিশ জানায়, এরপর কুকুরটি অনুমোদিত জাতের কিনা তা জানতে পরীক্ষা করা হবে। এবং কুকুরটির আগের মালিককেও সনাক্তকরণের কাজ চলেছে।
BBC-এর রিপোর্ট অনুযায়ী, হামলার পর বেলা-রেকে প্যারামেডিকরা (Paramedics) দ্রুত অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা ও ডাক্তারদের সর্বোচ্চ ইউনিট শিশুটিকে বাঁচাতে পারেনি তারা।
#আরো পড়ুনঃ সুইডেনে ছাত্রের হাতে দুই ম্যাডামের মৃত্যু!