Saturday, December 2, 2023

পরিক্ষায় নকল ধরা পরায় ছাঁদ থেকে লাভ দিয়ে আত্মঘাতী ছাত্রী!

#নিউজ ডেস্কঃ পরিক্ষায় নকল করার কারণে ভাবিনা নামে ১৯ বছর বয়সী একটি মেয়েকে হাতেনাতে ধরেছিল বেঙ্গালুরু কলেজ কতৃপক্ষ। এরপর তাকে  বহিষ্কার করা হয় পরিক্ষা কেন্দ্র থেকে। আর সেই অভিমানেই ছাঁদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ভাবিনা। 

জানা গিয়েছে, শনিবার ৫ মার্চ (March) সবার সাথে পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা দিতে এসেছিল ভাবিনা। পরিক্ষা কক্ষে উপস্থিত শিক্ষক, ভাবিনাকে  দুপুর ৩ টের দিকে নকল করতে ধরে ফেলে। এরপর তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। তবে ভাবিনার সাথে ওই শিক্ষক কোন প্রকার খারাপ আচরণ করেনি বলে জানা যায়।

তারপর  সোয়া ৩ টে নাগাদ ওই কলেজ ছাত্রী কলেজ থেকে বেরিয়ে ৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি ভবনের ছাদের উপরে উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর পুলিশ এসে ভাবিনার দেহ উদ্ধার করে।


#আরো পড়ুনঃ হসপিটালের রিপোর্টে উল্লেখ, গর্ভবতী যুবক!

আপনার জন্য
WhatsApp Logo