Wednesday, October 9, 2024

পড়া করে আসেনি বলে শিক্ষক মেরেছে , তাই সেই শিক্ষকের গ্রেফতারের দাবিতে থানায় হাজির ক্লাস টু এর ছাত্র!


#নিউজ ডেস্কঃ স্কুলে পড়া করে আসেনি বলে অনিলকে বড্ড মেরেছেন স্কুল শিক্ষিক মহাশয়। তাই সেই শিক্ষকের গ্রেফতারের দাবিতে থানায় হাজির হয় সে। জানা যায়, অনিল নায়েক ক্লাস টু এর ছাত্র। 
এদিকে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার  হঠাৎ করে থানায় পৌঁছে যাওয়ার ঘটনায় থানায় কর্মরত এক মহিলা পুলিশ কর্মী তাঁতে বেশ অবাক হন। তিনি অনিলকে জিজ্ঞাসা করেন, কেন সে থানায় আসে? অনিল তার উত্তরে বলে, শিক্ষক তাকে মেরেছে তাই তার অভিযোগ জানাতে সে থানায় এসেছে। মহিলা পুলিশ কর্মী আরো বলেন, কেন মেরেছে তাকে? অনিল বলে, পড়া করে আসেনি বলে স্যার তাকে খুব মেরেছে। এমনকি অনিল আরো জানায়, পুরো ক্লাসের ছাত্রের বাদ দিয়ে স্যার শুধু তাকেই মারে।
এরপরেই ওই মহিলা পুলিশ কর্মী অনিলকে নিয়ে মেহবুবাদের বায়ারাম মন্ডল এলাকার সেই স্কুলে পৌঁছায় বিষয়টি সেখানেই মিটমাট করে নেবার জন্য। কিন্তু ওই খুদে শিশুটি জানায়, স্যারকে গ্রেফতার করতে হবে। কারণ স্যার তাকে পুরো ক্লাসের সামনে মেরেছে। এমনকি খুদে শিশুটি তার ওই সিদ্ধান্তে সম্পুর্ন অনড় থাকে।
তবে পরে অবশ্য ওই স্যারের সাথে কথা বলে বিষয়টি সেখানেই মিটমাট করে ফেলা হয়। কিন্তু ওই খুদে শিশুটির এই ভাবে থানায় পৌঁছনোর ঘটনায় আবাক করেছে সকলকে।
ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানায়

আপনার জন্য
WhatsApp Logo