#নিউজ ডেস্কঃ বিয়ে হল একটি পবিত্র বন্ধন। যেখানে মিলন হয় দুটি হৃদয়ের। এবং সংসার পাততে হয় দুটি মানুষকে। কিন্তু কখনো কি এমন শুনেছেন? যে বাবা তার নিজের মেয়েকে বিয়ে করেছেন? নিশ্চয়ই না। কিন্তু তেমনি একটি ঘটনা ঘটেছে। ঘটেছে আবার লন্ডনে।
যেখানে এক বাবা নিজের ১৬ বছর বয়সী কন্যা সন্তানকে বিবাহ করেন। আর সেই ব্যক্তিটির নাম হল, অ্যান্ডি বার্নার্ড। অ্যান্ডি মূলত তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে লন্ডনে (London) থাকেন।
কিন্তু তিনি সম্প্রতি তার নিজের মেয়ে পপি মাইকে (Poppy Mike) বিয়ে করেন। তবে এর পেছনে রয়েছে অন্য এক কারণ।
জানা যায়, ১৬ বছর বয়সী পপি ব্রেইন ক্যান্সারে (Brain cancer) আক্রান্ত। সে আর মাত্র কয়েকদিনের অতিথি। অ্যান্ডি তার মেয়েকে নিয়ে দেখা স্বপ্ন তার মৃত্যুর আগেই পূরণ করেন। অর্থাৎ মেয়ে বড় হলে তাকে তিনি বিয়ে দেবেন। কিন্তু যেহেতু তার মেয়ে পপি এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না। তাই তিনি নিজের মেয়েই বিয়ে করে তার স্বপ্ন পূরণ করেছেন।
কিন্তু অ্যান্ডি ভাবতে পারেননি যে এইভাবে তার স্বপ্ন পূরণ হবে। তবে প্রতিমুহূর্তেই অ্যান্ডি এবং তার স্ত্রী তারা দু’জন মিলে মেয়েকে সুস্থ করে দেবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন।
#আরো পড়ুনঃ নিজ অস্ত্রের চলা গুলির শব্দে অজ্ঞান পুলিশ কর্মী!