Saturday, December 2, 2023

ঠিক কোন কোন পোষ্য গুলো বাড়িতে পুষলে আপনার ভাগ্য বদলে যেতে পারে?

#শাস্ত্রঃ বাস্তু শাস্ত্র এবং জ্যোতিষ বিজ্ঞানের মত অনুসারে বাড়িতে জীবিত পশু পুষলে পারিবারিক আয় এবং মানসিক অবসাদের থেকে মুক্তি মেলে। এমনকি বড় বড় বিপদও কেটে যায়। কিছু ক্ষেত্র বাড়ির কর্তাদেরও ভাগ্যর বদল ঘটে। ফেংশুই মতে, বাড়িতে মাছ রাখা শুভ। এতে অর্থের অভাব দূর হয়।

১.অ্যাকোয়ারিমের মাছঃ
বাড়িতে অ্যাকোয়ারিমের (Aquarium) মাছ রাখা শুভ কাজ। তবে মনে রাখবেন মাছ গুলো যেন কালো রঙের হয়ে থাকে।
২.খরগোশঃ 
বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়িতে খরগোশ পুষলে নেগেটিভ শক্তি দূর হয়। এবং খরগোশ গুড লাক ডেকে আনে বলে বিশ্বাস করা হয়।

৩.কচ্ছপঃ 
বাড়িতে কোন ব্যক্তি পুরুষ কচ্ছপ পুষলে যে কোন কাজ তার জন্য সহজ হয়ে যায়। এরফলে বৈভব ও ঐশ্বর্য  বজায় থাকে। বাস্তু মতে, পুরুষ কচ্ছপ বাড়িতে থাকলে যে কোন লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

৪.কুকুরঃ
বাড়িতে কুকুর পুষলে মনে শান্তি আসে। এমনকি কুকুর সম্পদেরও প্রাপ্তি যোগ তৈরি করে। শুধু তাই নয়, বাড়িতে একটি কুকুর থাকলে অনেক বিপদ আপদ কেটে যায়।

৫.ঘোড়াঃ
ঘোড়া হল সৌভাগ্যের প্রতিক। কিন্তু বাড়িতে ঘোড়া পোষা মোটেও সহজ কাজ নয়। তাই অনেকে ঘোড়ার বদলে ঘোড়ার ছবি লাগিয়ে থাকেন বাড়ির ভেতর।

আপনার জন্য
WhatsApp Logo