Thursday, December 7, 2023

জন্মদিনে স্ত্রীকে Amazon এর Delevery বক্স উপর দিলেন স্বামী!

Husband gave his wife on Amazon's Delivery Box on his birthday!

#নিউজ ডেস্কঃ স্ত্রী সর্বদাই Online শপিংয়ে ব্যস্ত থাকতো। তাই স্ত্রী এমিলি ম্যাকগুইয়ের জন্মদিনে স্বামী তাকে Amazon Box  উপহার দিলেন। 

কিন্তু একি কোন সাধারণ Box ছিল না। দেখতে সাধারণ Box এর মতোন মনে হলেও এটি ছিল পুরোটাই কেক, যা কিনা ঠিক Amazon Delivery Box এর মতোই হুবহু দেখতে।  আর জন্মদিনে স্বামী ওয়েলনসের  তরফ থেকে এই সেরা উপহারটি পাওয়ার পর স্ত্রী এমিলি তিনি যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেন।

জানা গিয়েছে, পেশায় ফটোগ্রাফার ওয়েলনস তিনি নর্থ ক্যারোলিনার সুইট ড্রিমস (North Carolina Sweet Dreams) নামক একটি বেকারি দোকান থেকে সেই কেকটি Order করেছিলেন। এর আগে ওই রকমই একটি কেক  রাস্তার পাশে একটি দোকানে দেখেছিলেন তিনি।  এরপর স্ত্রীর জন্য সেই কেকটি কিনে আনেন ওয়েলন।

স্ত্রী এলিমি সেই কেকটি উপহার পাবার পর তিনি তার ছবি Facebook এ Upload করেন। এবং নেটিজেনরাও সেই কেকটি দেখে তারাও বেশ আবাক হয়ে যান।


আপনার জন্য
WhatsApp Logo