Thursday, December 7, 2023

ছেলেকে জেল থেকে বাহির করতে ৩৫ ফুটের সুড়ঙ্গ খুড়লেন অসহায় মা!

[প্রতীক ছবি]

#নিউজ ডেস্কঃ ছেলেকে জেল থেকে বের করতে ৩৫ ফুট লম্বা এবং ১০ ফুট চওড়া একটি সুড়ঙ্গ খুড়লেন একজন অসহায় মা। জানা যায়, এক খুনের অভিযোগে সেই ছেলের যাবজ্জীবন কারাবাস হয়। এদিকে সেই ছেলেকে  ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিলো ৫১ বছর বয়সী ওই মহিলার।
তাই নিজের ছেলেকে বাঁচাতে এক অদ্ভুত উপায় বার করলেন তিনি। প্রথমে ছেলে, যেই জেলে বন্দী ছিলো সেই জেলখানার কাছেই একটি বাড়িভাড়া নেয় ওই মহিলা। যাতে করে কারোরই কোন সন্দেহ না হয়। এমনিতে নতুন ভাড়াটিয়া হিসেবে কেউই তাকে চিনতো না। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে  ওই মহিলা সাইলেন্সার লাগানো একটি ইলেকট্রিক স্কুটারের সাহায্যে ছেলের বন্দী কক্ষের বাইরে মাটি খুঁড়তে থাকে। এইভাবে ৩৫ ফুটের একটি সুড়ঙ্গ খুঁড়ে ফেলে ওই মহিলা।
তবে শেষপর্যায়ে এসে ছেলেকে জেল থেকে বাহির করার পথেই জেলখানার বাইরে থাকা গার্ডদের হাতে ধরা পড়ে তারা। ঘটনাটি ঘটেছে, ৯ আগষ্ট (August) ২০২০ সালের ইউক্রেনের একটি শহরে।

আপনার জন্য
WhatsApp Logo