Thursday, December 7, 2023

ছবিতে ১৫ হাজার লাইক পেলে তবেই ধরা দেবো, আবদার এক কুখ্যাত অপরাধীর!

#নিউজ ডেস্কঃ ফেসবুকে তার ওয়ান্টেড  ছবি পোষ্ট করে তাতে যদি ১৫,০০০ লাইক উঠে তবেই ধরা দেবে যুক্তরাষ্ট্রের এক কুখ্যাত অপরাধী। একথা জোসে মিলস নামে ওই অপরাধী সে নিজের মুখেই পুলিশদের জানায়।
আর সেই অপরাধীর কথা মতোন টরিঙ্গটন (Torrington) -এর এক পুলিশ কর্মকর্তা ২২ মে (may) ফেসবুকে জোসের দুটি ওয়ান্টেড ছবি পোস্ট করেন। এবং সেখানে তিনি ক্যাপশনে  (Caption) লেখেন, জোসে মিলস নামে এক ব্যক্তি আমাকে বলেছে, সে পুলিশের কাছে ধরা দিতে চায়। তবে তার ছবিতে ১৫ হাজার লাইক পড়ার পর। আমি তাকে বলেছিলাম ১০ হাজার লাইক পাইয়ে দেবো। কিন্তু সে জানায় তার ১৫ হাজার লাইকই প্রয়োজন। আপনারা সবাই অপরাধী ধরতে আমাকে সাহায্য করুন।

অবশেষে একদিন পর ওই পুলিশ কর্মকর্তার পোষ্ট করা জোসেফের দুটি ছবিতে ১৫ হাজার লাইক পেড়িয়ে ২০ হাজার লাইক পড়ে যায়। কিন্তু ওই অপরাধীর আর খোঁজ পাওয়া যায় না। তবে বিতর্ক শুরু হয়েছিল পুলিশের করা সেই ফেসবুক পোস্ট কে ঘিরে। কেউ কেউ বলছেন, আমরা এক অপরাধীকে আরো জনপ্রিয় হতে সাহায্য করলাম।
আপনার জন্য
WhatsApp Logo