Friday, December 8, 2023

চাঁদে শক্ত পোক্ত বাড়ি বানাতে প্রয়োজন পড়বে মানুষের প্রস্রাব

 

#নিউজ ডেস্কঃ চাঁদে ঘাঁটি তৈরি করছে নাসা। তাও আবার কংক্রিটের তৈরি দেওয়াল। তবে চাঁদে অট্টালিকা বানানো হচ্ছে না। বানানো হচ্ছে বিজ্ঞানের উপর ভর করে ঘরের মতোন জায়গা। তাই এই কংক্রিটের দেওয়াল তুলতে প্রয়োজন পড়বে মানুষের প্রস্রাব। জানায় ইউরোপীয়ান স্পেস এজেন্সি। 

এই স্পেস এজেন্সির গবেষণা অনুযায়ী, মানুষের প্রস্রাবে এক ধরনের জৈব যৌগ উপাদান থাকে। যা চাঁদের কংক্রিটের দেওয়ালে ব্যবহার করলে তা চূড়ান্ত শক্ত হয়ে দেওয়ালকে আরো পোক্ত করবে। এবং চাঁদের কংক্রিট হল একটি জিওপলিমারের (Geopolymer) মিশ্রণ। যা কংক্রিটের অনুরূপ। তাই এতে ইউরিয়া যুক্ত জল প্রয়োজন। যা অন্যান্য উপাদানের চেয়ে কয়েক গুণ ভালো কাজ করবে।

১১ মে (May) ২০২০ সালের দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী,  ইউরিয়ার একটি ভালো গুণ হলো, কংক্রিটের দেওয়াল তৈরিতে খুবই ভালো ভাবে এটি কংক্রিটের দেওয়াল সামগ্রীর সাথে মিশ্রিত হতে পারবে। এরফলে নিজের থেকেও দশ গুণ ভারি কিছু তার উপর চাপানো সম্ভব।  তবে বিজ্ঞানিরা এই পরীক্ষাটি একটি থ্রি ডি প্রিন্টারের (3D printer) সাহায্য অনেক আগেই করে দেখেছেন।
বিজ্ঞানীদের দাবি, মানুষের প্রস্রাব সুপার প্লাস্টিকাইজার (Plasticizer) হিসেবে কাজ করে। ফলে কংক্রিটের ঘাঁটি গড়তে প্রয়োজনীয় জলের পরিমাণ হ্রাস পাবে।

আপনার জন্য
WhatsApp Logo