#নিউজ ডেস্কঃ শেষমেষ জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন একজন গ্যাংস্টারকে। তাও আবার খুনের দায়ে যখন অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি ঘটেছে, নয়ডায়।
জানা গিয়েছে, বছর ৩০ এর রাহুল নামে ওই যুবক খুন ও চুরির অভিযোগে প্রায়শই গৌতমবুদ্ধ নগর থানায় হাজিরা দিতে হতো তাকে। সেই থানায় কর্মরত ছিলেন পায়েল নামে এক পুলিশ (police) কর্মকর্তা।
তিনি রাহুলকে প্রায়শই থানায় যাতায়াত করতে দেখতেন। একপর্যায়ে রাহুল সেই থানার নিয়মিত হাজিরার আসামি হয়ে উঠলে পায়েল তার প্রেম পড়ে যান। প্রথমে বিষয়টি পায়েলের সহকর্মীরাও বুঝতে পারেননি।
কিন্তু সম্প্রতি, মনমোহন গয়াল নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে রাহুলকে আদালতে পেশ করা হলে আদালত থেকে ফেরার পথে মহিলা পুলিশ পায়েল তাকে বিয়ে করে ফেলেন। এবং বিয়ে করার পর সেখান থেকে চম্পট দেয় দুজনে।
জানা গিয়েছে, বর্তমানে রাহুল জামিনে মুক্ত আছেন। কিন্তু পায়েল সহ রাহুলের কোন খোঁজ নেই। ইতিমধ্যেই তাদের বিয়ের ছবিও প্রকাশ পায়। যেখানে দেখা যায় পায়েল ও রাহুল বিয়ের পিঁড়িতে বসে আছেন।
তবে ঘটনায় পায়েলের সহকর্মীরা জানিয়েছেন, এই ভাবে একজন আসামির সঙ্গে পায়েলের দীর্ঘকালীন সম্পর্ক গড়ে উঠবে তারা সেটা ঘূনণক্ষরেও টের পাননি।
#আরো পড়ুনঃ ইউক্রেনে যুদ্ধ করতে আসা রাশিয়ান ট্যাঙ্ক দখল করলো সুন্দরী মহিলা!