Friday, December 8, 2023

কিভাবে Delete হয়ে যাওয়া ছবি ও ভিডিও আবারো ফিরত পাবেন, জানুন বিস্তারিত

How-to-recover-a-Delete-photo-on-mobile

নিউজ টেকঃ মোবাইল ফোন অনন্ত একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রিক Device । এমনি সেই মোবাইল ফোনের ভিতরে থাকে আমাদের প্রয়োজনীয় সব ছবি কিংবা ভিডিও। আবার অনেকে স্মৃতি ও প্রিয়জনদের সাথে কাটানো কিছু  মুহুর্তের ছবির clips ও থাকে সেখানে।

তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় কারণে হোক বা অকারণে কিংবা অনিচ্ছাকৃতভাবেই হোক না কেন মোবাইল ফোনে থাকা সেই ছবি/ ভিডিও গুলো অনেকসময়ই Delete হয়ে যায়। তখন আর সেগুলিকে ফিরে পাওয়া সম্ভব হয় না।  তবে আপনি চাইলে আপনার হারানো ছবি/ ভিডিও গুলি আবারও ফিরে পেতে পারেন নিচের দেওয়া কৌশলটি অবলম্বন করে।

কি করবে আপনি? 

  • প্রথমে Google Play Store গিয়ে আপনাকে DiskDigger Photo Recovery নামে এই Apps টি ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে Open করতে হবে। তবে মনে রাখবে, Apps টি আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
  • তারপর উপরে থাকা Start Basic Photo Scan এই লেখাটিতে Click করুন।
  • এরপর আপনার  Mobile এ থাকা  ছবি গুলিকে এই Apps টি Scan করতে শুরু করবে। 
  • এবং কিছুক্ষণ পর  Scan সম্পুর্ন হলে আপনি আপনার হারিয়ে যাওয়া ছবি গুলিকে সেখানে দেখতে পাবেন।
  •  ছবি গুলিকে Mobile স্টোরেজে Save করতে চাইলে, পছন্দসই ছবি গুলিকে প্রথমে মার্ক করুন
  • এরপর নিচে থাকা Recovery আপসনে Click করুন।
  • এরপর ২ নম্বর Option টি বেছে নিন। এবার Files সিলেক্ট করুন কোথায় Save করবেন। আর না হলে  নিচে থাকা All Access এ click করে দিন। বাস আপনার কাজ হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। এরপর আপনি আপনার Gallery চেক করে দেখুন Delete হয়ে যাওয়া ছবি গুলি Download হয়ে গেছে।
তবে আপনি যদি আপনার Delete হয়ে যাওয়া Video গুলি  আবারও ফিরে পেতে চান, সেক্ষেত্রে আপনাকে Google pay Store  এ গিয়ে লিখতে হবে Delete video Recovery Apps। এবং অনেক Application পেয়ে যাবেন আপনি এখানে। মন পছন্দসই যে কোন একটা Apps download করে নিলেই কাজ হয়ে যাবে। তবে ছবির মতোই Video ফিরে পেতে নিয়ম একই থাকবে।

আপনার জন্য
WhatsApp Logo