Saturday, December 2, 2023

কাগজের টানে বাতিল হল পরীক্ষা!

#নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর থেকে  সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা (Sri Lanka)। সেদেশে কাগজের অভাবে পরীক্ষা বাতিল করা হয় লক্ষ লক্ষ পড়ুয়ার। শ্রীলঙ্কার শিক্ষক মহলের দাবি, গত সোমবার (Monday) স্কুল গুলিতে  এক সাপ্তাহের সামহিক পরীক্ষা শুরু হবার কথা ছিল। কিন্তু কাগজের অভাবে প্রায় তিন ভাগ পরীক্ষার্থীদের মধ্যে দুই ভাগ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। শ্রীলঙ্কায় মোট ৪৫ লাখ পড়ুয়া রয়েছে।

এই বিষয়ে শ্রীলঙ্কার ওয়েস্টার্ন প্রভিন্সের (Western Province) শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকায় কাগজ ও কালি কেনা সম্ভব হয়নি। 

তবে শ্রীলঙ্কায় কাগজের পাশাপাশি দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রীর  আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি।
আপনার জন্য
WhatsApp Logo