কাঁচের মতোন স্বচ্ছ ত্বক পেতে ব্যবহার করুন টমেটো

#হেল্থ ডেস্কঃ ত্বক মসৃণ ও ত্বকের ডার্ক সার্কেল রিমুভ করতে অনেকেই দামি ব্র্যান্ডের দামি ক্রিম ব্যবহার করে পয়সা নষ্ট করেন। অথচ আপনার ঘরে সবজির  ঝুড়িতেই লুকিয়ে রয়েছে আপনার সৌন্দর্য্যের হবার গোপন কৌশল। বলছি টমেটোর (Tomato) কথা। এই টমেটো যেমন আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখে তেমনি ত্বকেরও যত্ন নেয় এই টমেটো।

আসুন তাহলে জেনে নেই ৩ টি উপায়ে কিভাবে টমেটো ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন।

১.প্রথমে ত্বকের ডার্ক সার্কেল (Dark circle) রিমুভ করতে টমেটো এবং লেবুর রস মিশিয়ে তুলোর সাহায্য চোখের নিচে টানা ১৫ দিন লাগান। দেখবেন ডার্ক সার্কেল থেকে মুক্তি পাবেন।
 
২.আপনি যদি উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে লেবুর রসের সঙ্গে টমেটোর পাল্প মিশিয়ে রোজ মুখে লাগানএবং ২ ঘন্টা পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ট্যানিং (Tanning) দূর হবে এবং ত্বকের ছিদ্র খুলে যাবে।

৩.টুকরো একটু টমেটো কেটে মুখে ৫-১০ মিনিট ধরে ঘষতে থাকুন। এতে ত্বক সতেজ থাকবে এবং ব্ল্যাকহেডস (Blackheads) থেকে মুক্তি মিলবে।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment