Saturday, December 2, 2023

একই দেখতে হওয়ার কারণে দুই বোনের এক জনই বয়ফ্রেন্ড!

One of the two sisters because of the same boyfriend!
[Stock photo]

#নিউজ ডেস্কঃ একই রকম দেখতে দুই যমজ বোন। আবার একই বয়ফ্রেন্ড(Boyfriend) দু’জনের। শুধু তাই নয়, দু’জনের চেহারার মধ্যে এতো মিল দেখে গোটা বিশ্ব ওয়াল্ড মোস্ট আইডেন্টিকাল টুইন্স (World’s Most Identical Twins) বলেও চেনে তাদের।

তবে আলচ্য বিষয় হলো, জন্মের পর থেকে তারা দু’জনে একি রকম দেখতে ছিলনা। চেহারায়  সামান্য মিল ছিল তাদের ভিতর। কিন্তু দুই বোন তথা সুসি ও আন্না, তারা দু’জনেই সিদ্ধান্ত নেন কসমেটিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারি করে তারা দু’জনেই একই রকম দেখতে হবেন। আর হয়েও গেলেন দুজন।

কিন্তু একই রকম দেখতে হওয়ার কারণে  বর্তমানে তারা অনুশোচনায় ভুগছেন। কারণ মাঝে মধ্যেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে দুই বোনকে। অন্যদিকে আবার দুজনেরই একটি বয়ফ্রেন্ড (boyfriend) রয়েছে।

দুই বোনের মধ্যে কেউই  সেই বয়ফ্রেন্ডকে ছাড়তে চাননা। এমনকি তারা দু’জনে একই সাথে গর্ভবতী(pregnant) হতে চান।

তবে এই বিষয়ে তাঁদের বয়ফ্রেন্ড (Boyfriend) বেন জানিয়েছেন, তিনি দুজনকেই সমান সমান‌‌‌ ভালোবাসেন। দু’জনকেই বিয়ে করতে চাইছেন তিনি।

কিন্তু অস্ট্রেলিয়ার(Australia) বিবাহ আইন ১৯৬১ অনুযায়ী, একজন ব্যক্তি শুধুমাত্র একটি বিয়েই করতে পারবেন। সে ক্ষেত্রে দুই যমজ বোনকে বিয়ে করা আইন বিরুদ্ধ হবে।

##আরো পড়ুনঃ অবিকল মানব শিশুর মতোন দেখতে বাচ্চার জন্ম দিল গরু! 


আপনার জন্য
WhatsApp Logo