Thursday, December 7, 2023

ইজরায়েলের শপিংমলে দুই ব্যক্তির ছুরিতে ৪ জনের মৃত্যু!

#নিউজ ডেস্কঃ ইজরায়েলের বিরশেবা (Birsheba) এলাকার একটি শপিং মলে দুই ব্যক্তির এলোপাথাড়ি ছুরিঘাতে মৃত্যু হয়েছে ৪ জনের। এবং মঙ্গলবার (Tuesday) এই হামলার ঘটনায় গুরুত্বর আরও আহত হয়েছে দুজন। জানায় BBC । তবে ইজরায়েলের আইন-শৃংলা বাহীনির গুলিতে প্রাণ হারিয়েছে ওই দুজন হামলাকারী।
এবং এই হামলার ঘটনাকে ইজরায়েল পুলিশ (Police) সন্ত্রাসবাদী হামলা বলে ব্যাখ্যা করেছে। পুলিশ জানায়, হামলাকারী ওই দু’জনের মধ্যে একজনের বয়স ৩৪ বছর। ২০১৫ সালে নিজ শহর বেদুঈন অধ্যুষিত (Bedouin inhabited) থেকে ওই ব্যক্তি সিরিয়ার আইএসআই (ISI) তে যোগদান করেছিল। এরপর ৪ বছর জেলে থাকে সে।

এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তিনি এই হামলার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এবং পূর্নাঙ্গ তদন্তের সাথে হামলার মূলহোতাদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

আপনার জন্য
WhatsApp Logo