#নিউজ ডেস্কঃ ইঁদুর মারার ফাঁদে প্রান গেল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে, বুধবার ৯ মার্চ (March) বাংলাদেশের (Bangladesh) মোল্লাহাট উপজেলার গাওয়াল ইউনিয়নের দ্বিগংগা গ্ৰামে।
জানা গিয়েছে, এদিন সকালে স্বপন পোদ্দার নামে বছর ৫০ এর এক চাষী তার নিজ বাড়ীর এলাকার একটি ধান চাষের জমিতে, ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক তারের সাহায্যে গুনোর ফাঁদ পেতেছিল। এবং পরদিন সকালে সেই ক্ষেতের বৈদ্যুতিক লাইন বন্ধ করতে গিয়েই ভুল করে সেই বৈদ্যুতিক তারে পা দিয়ে ফেলে ওই চাষী। ফলে সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুতপৃষ্ট হন।
এবং তার বেশ কয়েক ঘন্টা পর ওই চাষীকে ক্ষেতের মধ্যে এভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে ফটিরকাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান স্বপন পোদ্দার নামে ওই চাষী মারা গিয়েছে।