#নিউজ ডেস্কঃ অবিকল মানব শিশুর মতোন দেখতে একটি বাচ্চার জন্ম দিল এক গরু। যা দেখতে হাজির হয় আশেপাশের এলাকার কোতুহলী জনতা। ছবিটিতে দেখা যাচ্ছে, বাছুরটি অর্ধেক মানব শিশু আর অর্ধেক বাছুরের মতোন দেখতে। এমনকি তার চোক,নাক,কানও মানব শিশুর মতোই।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের(Uttar Pradesh) মুজাফারনগরে। যদিও মানব শিশুর মতোন দেখতে ওই বাছুরটি জন্মের কয়েকঘণ্টা পরেই মারা যায় সে। কিন্তু কোতুহলী জনতা, তারা ওই বাছুর ছানাটিকে ভগবান বিষ্ণুর সাথে তুলনা করেন। এবং তার মৃতদেহকে একটি কাঁচের ভিতর বন্দী রেখে পুজো করার সিদ্ধান্ত নেন।
এই বিষয়ে ওয়াইল্ডলাইফ এসওএস-এর সিনিয়র ভেটেনারি ডাক্তার অজয় দেশমুখ (Ajay Deshmukh) তিনি জানিয়েছেন, বাছুরটি যখন তার মায়ের গর্ভে ছিল তার শারীরিক বিকাশ ঘটেনি। তাই সাধারণ ভাবে দেখে মনে হতেই পারে বাচ্চাটি একটু অদ্ভুত দেখতে। এরকমটা হয়েই থাকে যে, মায়ের গর্ভে শিশুর কিছু অংশের বিকাশ ঘটে না।
তবে শিশুটিকে ভগবান বিষ্ণুর সাথে তুলনা করা বা এটি মানব কোন শিশুর বাচ্চা, এটা সম্পুর্ন কুসংস্কার। বলেন ভেটেরিনারি (Veterinary) ডাক্তার অজয় দেশমুখ।
#আরো পড়ুনঃ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে খতম করতে ৪০০ ভাড়াটে খুনি পাঠাচ্ছে রুশ!