Wednesday, November 13, 2024

অন্তিম ঘড়ি, আজই গদি ছেড়ে দিচ্ছেন ইমরান!

#নিউজ ডেস্কঃ আজই কি নিজের গদি ছেড়ে দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান? (imran Khan)  প্রশ্ন উঠতে। কারণ ইমরান খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তনে এই নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে চারিদিকে।

এদিন শনিবার (Saturday) রাতারাতি বদলে গেছিল ইমরান খানের টুইটার একাউন্টের নাম। যা আগে ছিল, Prime minister office । যা এখন হয়েছে শুধু Imran Khan । অন্যদিকে আজ (রবিবার) ইমরান খানের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে। আলোচকরা বলছেন, হয়তো আজই তিনি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। 

اتحادِامت کی غمازی کرتاہے۔ کونسل برائے وزرائے خارجہ کے سربراہ کے طور پر 🇵🇰 عالمی سطح پر امتِ مسلمہ کی آواز کو تقویت پہنچانے کیلئے اتحاد، انصاف اور ترقی کیلئےاشتراکِ باہمی کو فروغ دے گا۔

— Imran Khan (@ImranKhanPTI) March 24, 2022

      

ইমরান খান আজ ইসলামাবাদের (Islamabad)  র‍্যালি থেকে প্রধানমন্ত্রী পথ থেকে ইস্তফা ঘোষণা করতে চলেছেন। অন্যদিকে বৈদেশিক মুদ্রা নয়ছয়ের অভিযোগে রবিবার (Sunday) তাকে গ্রেফতারও করা হতে পারে। তাই তিনি গ্রেফতারি পরোয়ানা এড়াতে রবিবার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন । এমনকি এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। 
আপনার জন্য
WhatsApp Logo