#আন্তর্জাতিকঃ সব মেয়েকেই একদিন বাপের বাড়ী ছেড়ে শশুর বাড়ীতে যেতে হয়। তাই মেয়ের বিদায় বেলায় বাবা তাকে মন ভরে আশির্বাদ করেন। মেয়ে যেন শশুর বাড়ীতে গিয়ে নতুন সংসারকে মানিয়ে গুছিয়ে নিতে পারে।
কিন্তু কখনো কি শুনেছেন? মেয়ের বিদায় বেলায় বাবা তাকে আশির্বাদ স্বরুপ তার মাথা এবং স্তনে থুথু ছিটান? শুনতে অদ্ভুত লাগছে না? তবে কথাটা কিন্তু একদমই সত্যি। সেই রকমই একটি গ্রাম রয়েছে পূর্ব আফ্রিকার (East Africa) দেশ কেনিয়াতে (Kenya)। যারা মাসাই উপজাতি (Masai tribe) নামে পরিচিত। মাসাইরা মূলত বিশ্বাস করেন, মেয়ের বিদায় বেলায় তার স্তন ও মাথায় থুথু ছিটালে মেয়ে আর কখনোই পেছন ফিরে তাকাবে না। কারণ স্তন ও মাথায় থুথু ছেটানোর পর কোন মেয়ে যদি পিছনে ফিরে তাকায় তাহলে সে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবে। তাই কোন তরুণীই আর বিদায় বেলায় পিছনে ফিরে তাকান না। বুকে হাজারো কষ্ট নিয়ে বাবার দিকে একবারও না ফিরে তাকিয়ে স্বামীর হাত ধরে চলে যায় শশুর বাড়ীতে। আর এই প্রথাই যুগ যুগ ধরে চলে আসছে মাসাই উপজাতিদের মধ্যে।
ভিন্ন জনজীবন, ভিন্ন মানুষ, ভিন্ন তার সামাজিক প্রথা। আর এরাই মাসাই উপজাতি।
#আরো পড়ুনঃ Accident:বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুয়োতে পড়ে ১৩ জনের মৃত্যু!