Friday, December 8, 2023

Accident:বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুয়োতে পড়ে ১৩ জনের মৃত্যু!

13 people died in the well during the wedding ceremony!
চিত্রঃ আজ তাক বাংলা।

#নিউজ ডেস্কঃ  উত্তর প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ের অনুষ্ঠান চলাকালীন কুয়োতে পড়ে একসঙ্গে ১৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। যার মধ্যে ৯ জন মহিলা। বুধবার (Wednesday) রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে অন্তত ২৫ জনের মতোন ওই কুয়োতে পড়ে গিয়েছিল। তবে স্থানীয়দের তৎপরতায় উদ্ধারকাজ প্রবল গতিতে চলছে বলে আপাতত জানা গিয়েছে। 

হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে,  উত্তর প্রদেশের(Uttar Pradesh)  কুশিনগর (Kushinagar)জেলায় অবস্থিত এলাকারই একটি বাড়িতে বিয়ে উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিল অতিথিরা। (রাত তখন ৯ টা) তারা বিয়ে দেখতে বসে পড়ে একটি ঢাকনা দেওয়া কুয়োর উপরে। কুয়োর ঢাকনাটি ছিল খুবই দুর্বল। এবং হঠাৎই করেই কুয়োর ঢাকনা ভেঙে নিচে পড়ে যায় তারা। আপাতদৃষ্টিতে ১৩ জনের মতোন ওই কুয়োতে পড়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু পরে খবর আসে সংখ্যাটি ছিল ২৫ জনের মতোন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা মই এবং টচ লাইট নিয়ে উদ্ধার কাজে নেমে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসে উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে ১৩ জনের মৃত্যুর খবর সামনে আসে। যার মধ্যে ৯ জন ছিল মহিলা।

এবং উত্তর প্রদেশের এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইটারে (Twitter) একটি পোষ্ট করে তার শোক জ্ঞাপন করেছেন। 

उत्तर प्रदेश के कुशीनगर में हुआ हादसा हृदयविदारक है। इसमें जिन लोगों को अपनी जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं। इसके साथ ही घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं। स्थानीय प्रशासन हर संभव मदद में जुटा है।

— Narendra Modi (@narendramodi) February 17, 2022

जनपद कुशीनगर के ग्राम नौरंगिया स्कूल टोला की एक दुर्भाग्यपूर्ण घटना में हुई ग्रामवासियों की मृत्यु अत्यंत दुःखद है।

मेरी संवेदनाएं मृतकों के शोक संतप्त परिजनों के साथ हैं।

प्रभु श्री राम से घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।

— Yogi Adityanath (@myogiadityanath) February 17, 2022

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) তিনি টুইটারে (Twitter) একটি পোষ্ট করে সেখানে তিনি উল্লেখ করেন, কুয়োতে পড়া মানুষদের প্রতি আমি গভীর ভাবে শোকাহত। সেই সঙ্গে, ত্রাণ এবং উদ্ধারকাজে তৎপরতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে আবেদন জানিয়েছি।

#আরো পড়ুনঃ গাছে সময় মতোন ফুল ফোটেনি, তাই মহিলাদের কঠিন সাজা কিম-জং-উন এর 

আপনার জন্য
WhatsApp Logo