Saturday, December 2, 2023

১০ বছরের মেয়েকে পুড়িয়ে হত্যা মায়ের!

 Mother killed by burning 10-year-old girl!

#বিস্তারিতঃ  তৃতীয় পক্ষের স্বামীর আনুগত্য পরিক্ষা দিতে গিয়ে নিজের দ্বিতীয় ঘরের কন্যা সন্তানকে আগুনে পুড়িয়ে দিলেন মা। অভিযুক্ত জয়লক্ষী  তিনি তিনটি বিয়ে করেন। পদ্মনাভব হল তার  তৃতীয় স্বামীর নাম। 

জানা গিয়েছে, তৃতীয় স্বামী পদ্মনাভবন, তিনি তার স্ত্রীকে সন্ধেয় করেন তার সাথে অন্য কারো অবৈধ সম্পর্ক রয়েছে। তাই রবিবার (Sunday) রাতে মদ খেয়ে মত্ত হয়ে  বাড়ি ফিরেন তিনি। এবং স্ত্রী জয়লক্ষী,  তার কাছে  আনুগত্য পরীক্ষার দাবি করেন। এবং স্ত্রী তার আনুগত্য পরীক্ষা দিতে তার ১০ বছরের কন্যা সন্তানকে ঘুম থেকে তুলে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয়।  এবং ১০ বছরের মেয়েটির অগ্নিগর্ভ পরিস্থিতে তার চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে,  চেন্নাইয়ের  তিরুভোত্তিউর (Tiruvottiur) এলাকায়। পরে পুলিশে এসে অভিযুক্ত গাড়ি চালক পদ্মনাভাব এবং তার স্ত্রী জয়লক্ষী (৩৩) তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

#আরো পড়ুনঃ  ১৬ বছর ধরে একই লটারি নাম্বার ব্যবহার করে কোটিপতি এক নারী

আপনার জন্য
WhatsApp Logo