Saturday, December 2, 2023

হিন্দু পাত্রকে বিয়ে করায় মৌলবাদীদের রোষের মুখে মুসলিম তরুণী, জারি করা ফতোয়া!

 

Muslim young woman in the face of the rage of the fundamentalists for marrying a Hindu pot, issued a fatwa!

#বিস্তারিতঃ নিজের পছন্দ মতো অন্য ধর্মের একটি ছেলেকে বিয়ে করেছিলেন তরুণী, আর তার জেরেই মৌলবাদীদের রোষের মুখে পড়তে হয় তাকে এবং তার গোটা পরিবারকে।  মসজিদ কর্তৃপক্ষ  তাদের নির্দেশনা দেন জায়গা জমি ছাড়ার জন্য।

ঘটনাটি ঘটেছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের (Bangladesh) শ্রীহট্ট জেলার কুলাউড়ায় তে। 

জানা গিয়েছে, আমেরিকাতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন ওই তরুণী। এবং সেখানে তিনি এক অমুসলিম হিন্দু ছেলেকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে কোন সাধারণ চোখে দেখেননি বাংলাদেশের (Bangladesh)  ওই মসজিদের মৌলবাদীরা, তারা ওই নারী এবং তার পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করেন। এবং জায়গা জমি ছাড়াও নির্দেশ দেন তাদের। 

এবং এই ঘটনা সামনে আসতেই বিভিন্ন সংবাদমাধ্যমে তা আগুনের মত ছড়িয়ে পড়ে। সমালোচনা শুরু হয় চারিদিকে।

পরে অবশ্য ওই তরুণী (ঝর্ণা চোধুরী) তার পরিবার মিলে থানার ওসি বিষনভূষন দেব (Bishanbhushan Dev), তাকে বিষয়টি জানালে তিনি মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে একটি আলোচনায় বসেন। এবং মসজিদ কর্তৃপক্ষ এই বিষয়ে তাদের ভুল স্বীকার করে। 

     

সেই সাথে আমেরিকাতে থাকা ওই তরুণী এই বিষয়ে বলেন, আমি কি পড়বো, কিভাবে চলবো, কার সাথে ছবি তুলবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। এই নিয়ে মসজিদ কর্তৃপক্ষের  বলার কোন অধিকার নেই।  মৌলবাদীদের আগেই শায়েস্তা করতে পারতাম, তবে তারা চেয়ারম্যানের লোক হওয়ার কারণে থানায় অভিযোগ জানিয়েও  লাভ হয়নি, বলেন তরুণী।

#আরো পড়ুনঃ Flood: হাইতিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, নিহত ৪ জন! 

আপনার জন্য
WhatsApp Logo