Thursday, December 7, 2023

হাত পা কিছুই নেই! তবুও রোগীদের দিব্যি সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার।

 

#বিস্তারিতঃ  হাঁটা তো দূরে থাক, বরং হাত পা ছাড়াই অসহায়ের মতোন স্ত্রীর সাহায্য নিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে হয় জব্বার হাওয়ালার’কে। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক। ছোট বেলায় (১৯৮৫) পায়ে আঘাত লাগার কারনে তার কোমরের নিচের অংশ কাঁটা পড়ে। চিকিৎসার মাধ্যমে জাব্বার জানতে পারেন তার  গ্যাংগ্ৰিন (Gangrene) হয়েছে। এর পরেই এই রোগটি তার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে থাকে,  তাই চিকিৎসকরা কোন উপায় না পেয়ে জাব্বারের শরীরের নিচের অংশ ও দু-হাত  কাটার সিদ্ধান্ত নেন।

জানা গিয়েছে, পল্লি চিকিৎসক জাব্বার হাওয়ালার তিনি বাংলাদেশের (Bangladesh) ফরিদপুরের (Faridpur) বাসিন্দা। হাত, পা হারিয়ে জাব্বার পুরোপুরি অসহায়। তবে স্ত্রী হেলেনা বেগম তিনি তার স্বামীর সঙ্গ কখনোই ছাড়েননি, ছায়া হয়ে পাশে থেকেছেন সর্বদাই। এমনকি বাড়ি থেকে জাব্বারের ডাক্তারি চেম্বার পর্যন্ত তিনিই তাকে  ধরে ধরে নিয়ে যান। মন খুলে জাব্বার চেম্বারে তার রোগীদের সেবাও করেন, ঔষধও  দেন তাদের।

বাংলাদেশের সংবাদ সংস্থার সুত্র অনুযায়ী, জাব্বারে ব্যক্তিগত জীবনে ৩ মেয়ে এবং ১ ছেলে রয়েছে। তিন মেয়ের মধ্যে দুই মেয়েকে জাব্বার বিয়ে দিয়েছেন। আর বাকি দুই জন পড়া লেখা করছে বলে জানা গিয়েছে।

আরো পড়ুনঃ চিড়িয়াখানার নিরাপত্তা কর্মীকে মেরে সঙ্গি নিয়ে পলাতক স্ত্রী সিংহ!  

আপনার জন্য
WhatsApp Logo