#বিস্তারিতঃ নিজের পুরনো হাতুড়ি খুঁজে পাচ্ছিলেন না এরিক। তাই মেটাল ডিটেক্টর মেসিন (Metal detector) নিয়ে সেটি খুঁজতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যক্রমে তিনি সেখানে খুঁজে পান ১৬০০ বছর আগের গুপ্তধন।
ঘটনাটি ঘটে, ১৯৯২ সালের ১৬ নভেম্বর (November) ইংল্যান্ডের (England) সাফোক কাউন্টিন ওক্সান নামে একটি গ্ৰামে। সেখানে তিনি খুঁজে পান চতুর্থ এবং পঞ্চম শতকের রোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রাচীন অর্থ সম্পদ।
এই বিষয়ে এক সাক্ষাৎকার এরিক লয়েস বলেন, একটি হাতুড়ি সহ কিছু যন্ত্রপাতি খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাই সেগুলো খুঁজতে মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির পাশে একটি মাঠে গিয়েছিলেন। হঠাৎই তার ডিটেক্টর মেসিনে “বিপ ” করে একটা শব্দ করে উঠে। এবং সঙ্গে সঙ্গে তিনি মাটি খুঁড়তে শুরু করেন। মাটি খুঁড়ে তিনি সেখানে কিছু রুপোর কয়েন খুঁজে পান। এবং আরো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সেখানে তিনি খুঁজে পান কয়েকশ’সোন ও রুপোর মুদ্রা।
সঙ্গে সঙ্গে এরিক খবর দেন পুলিশে। এবং খবর পেয়ে সেখানে ছুটে যান প্রাচীন প্রত্নতত্ত্ববিদ গবেষক এক বিজ্ঞানীক। তিনি জানান, এই ধনসম্পদ গুলো আসলে ১৬০০ বছর আগে রোমান শাসনাধীনের পুরোনো বিষয় সম্পত্তি। তখন কেউ হয়তো বাক্সের ভিতরে এগুলো লুকিয়ে রেখেছিল।
#আরো পড়ুনঃ পণের দাবিতে ৭৮ বছর বয়সী স্ত্রীর উপর নির্যাতন ৮২ বছরের স্বামীর!
প্রত্নতত্ত্ববিদ গবেষক আরো বলেন, এই বাক্সের ভিতরে ১৪ হাজার ৮৬৪ টি সোনা ও রুপোর কয়েন রাখা ছিল। এছাড়া সোনা রুপোর কয়েন ছাড়াও কাটা চামুচ সহ ২০০ টি ভিন্ন ভিন্ন জিনিস উদ্ধার হয়েছে ওই বাক্স থেকে।
এবং এই বিশাল ধনসম্পত্তি খুঁজে পাওয়ার পর ব্রিটিশ সরকার এরিক লয়েস, তাকে ১৫ লক্ষ ডলার উহার দেন।
#আরো পড়ুনঃ Web Series: জাপানি ওয়েব সিরিজ দেখ বাড়ির ছাঁদ থেকে ঝাঁপ ছাত্রের