Saturday, December 2, 2023

স্বামীকে বিক্রির জন্য নিলামে তুললেন স্ত্রীর! দর উঠলো ১০০ ডলার!


#নিউজ ডেস্কঃ নিজের স্বামীকে বিক্রির জন্য নিলামে তুললেন নিউজিল্যান্ডে বসবাসরত এক মহিলা। যখন তার স্বামী একটি নদীতে মাছ ধরতে যায় তখনি তিনি এই কাজ করেন। বিক্রির আবেদনে স্বামীর দাম উঠে ১০০ মার্কিন ডলার

জানা যায়, সুখের সংসারের সাথে ২ বাচ্চার জননী ওই মহিলা। কিন্তু সুখের সংসার থাকার সত্তেও তিনি অনলাইনে একটি ওয়েবসাইটে(website)তার স্বামীর একটি ছবি আপলোড করেন (Upload)  বিক্রির জন্য। আর বিক্রির বিজ্ঞাপন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই  ১২ জন মহিলা তার স্বামীকে কেনার জন্য আগ্রহী প্রকাশ করেন। শুরু হয় দরকষাকষি। এবং সর্বোচ্চ দাম উঠে ১০০ মার্কিন ডলার। 

কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বিষয়টি ওই ওয়েবসাইট (website) কর্তৃপক্ষের নজরে আসলে তারা  হতবাক হয়ে যায় বিষয়টিতে।  এবং লিন্ডা নামে ওই মহিলার একাউন্টি(Account) বন্ধ করে দেয় তাঁরা।

ঘটনায় ওই মহিলা জানিয়েছেন,তার স্বামী মাঝে মধ্যেই নদীতে মাছ ধরতে যেতেন। এটিই ছিল তার নেশা। কখনো কখনো তো মাছ ধরতে গিয়ে তিনি  আর বাড়িতেই ফিরতেন না। 

আর এই বিষয়টিই লিন্ডার অপছন্দ  ছিল। তাই তিনি তার স্বামীকে বিক্রির জন্য নিলামে তুলেছিলেন তার এই গুন গুলোকে উল্লেখ করে।

#আরো পড়ুনঃ হেলিকপ্টারে করে বিয়ে করতে এসে বউ না নিয়েই ফিরে গেল যুবক! 

আপনার জন্য
WhatsApp Logo