Friday, December 8, 2023

রাশিয়ায় বন্ধ করে দেওয়া হল টুইটার!

Twitter shut down in Russia!
#নিউজ ডেস্কঃ ইউক্রেন আক্রমনের তৃতীয় দিনেই রাশিয়ায় বন্ধ করে দেওয়া হল জনপ্রিয়  সোশ্যাল মিডিয়া অ্যাপ টুইটার (Twitter) ২৬ ফেব্রুয়ারি মধ্যে রাত থেকেই  এমটিএস, বিলাইন, মেগাফনস  টেলিকম অপারেটর গুলি রাশিয়ায় ইন্টারনেট ব্যবহারে প্রচুর নিয়ন্ত্রণ দেখা যায়। 

ইন্টারনেট মনিটারিং গ্রুপ নেটব্লকস(Netblocks) জানায়, রাশিয়ানরা এখন অনেকেই আছে যারা VPN ব্যবহার করে টুইটার একসেস করছে। তারা সরাসরি তাদের টুইটার একাউন্টের (Account) ভিতর  প্রবেশ করতে পারছেন না। এর আগে  শুক্রবার (Friday) দেশটির বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম পেজ গুলিকে নিষেধাজ্ঞা জারি করেছিল ফেসবুক।  কিন্তু ২৬ ফেব্রুয়ারি মধ্যে রাত থেকে কেন টুইটার চলছে না এই বিষয়ে এখনোও কোনো তথ্য নেই।

BBC- এক রাশিয়ান সাংবাদিক জানায়, টুইটার মূলত স্থগিত হয়ে পড়েছে রাশিয়ায়। একটি বার্তা কাউকে পাঠালে সেটিও অনেকক্ষণ সময় নেই যেতে। 

আপনার জন্য
WhatsApp Logo