Friday, December 1, 2023

মায়ের বয়ানে ছেলের যাবজ্জীবন কারাবাস!

Son's life imprisonment in the mother's statement!

#নিউজ ডেস্কঃ কূ-পুত্র থাকার চেয়ে না থাকাই ভালো। আর সেটাই প্রমাণ করে দিলেন একজন মা। নিজের বৌদিকে খুনের ঘটনায় সাক্ষী দিলেন মা, আর তার বদলে ছেলের হলো যাবজ্জীবন কারাবাস।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (Friday) আলিপুর দুয়ারের (Alipurduar) কালচিনি থানার অন্তর্গত রাজাভাতওখাওয়া (Rajabhatokhawa) এলাকায়।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে ২০১৭ সালের ৬ জুলাই (July) দুপুর ২টো নাগাদ দিলিপ ওঁরাও নামে এক যুবক তার নিজের বৌদিকে কুড়ুল দিয়ে হত্যা করে। সেসময় বাড়িতে কেউ না থাকলেও মা টেম্পো ওঁরাও তিনি সেদিন বাড়িতে ছিলেন। আর  তার চোখের সামনেই তার ছেলে নিজের বৌদিকে কুড়ুল দিয়ে হত্যা করে। তবে কি কারণে দিলিপ ওঁরাও তার বৌদিকে হত্যা করেছে সেটা যানা যায়নি।

মা টেম্পোর চিৎকারের আওয়াজ শুনে হাজির হন প্রতিবেশীরা।  নিয়তি ওঁরাওকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে অভিযুক্ত দিলিপের দাদা সুকুমার ওঁরাও (Sukumar Orao) তিনি নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এবং  পুলিশ দিলিপকে গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তিতে তাকে আলিপুর আদালতে (Alipore court) তোলা হয়। সেখানে তার কেস ৫ বছর ধরে চলতে থাকে।  অবশেষে শুক্রবার (Friday)  ৫ বছর পর সেসন জজ সেকেন্ড ফাস্ট ট্রাক কোর্টের  (Sessions Judge Second Fast Truck Court) বিচারক অনিল কুমার (Anil Kumar) দিলিপের বিরুদ্ধে রায় দেন। এবং মা টেম্পো ওঁরাও তিনিও নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষী দিলে আদালত তাকে যাবজ্জীবন কারাবাসের ঘোষণা শোনায়।

#আরো পড়ুনঃ আরশোলা তাদের প্রধান খাদ্য, বাড়ি বাড়ি চাষ করা হয় আরশোলা!


আপনার জন্য
WhatsApp Logo