Saturday, December 2, 2023

ভাল্লুক মারতে গিয়ে খুন ছোট ভাই, সেই দুঃখে বড় ভাইয়ের আত্মহত্যা!

 

Going to kill the bear, the younger brother was killed, the elder brother committed suicide!

#বিস্তারিতঃ ঘরে ভাল্লুক ঢোকার কারণে সেই ভাল্লুকে গুলি করতে গিয়ে উল্টো গুলি গিয়ে লাগে ছোট ভাইয়ের শরীরে। সঙ্গে সঙ্গেই ভাই মারা যায়। আর সেই দৃশ্য দেখে  দাদা নিজেও আত্মহত্যা করে।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি (February) যুক্তরাষ্ট্রের সান ভ্যালিতে (Sun valley) ।

জানা গিয়েছে, ভুলবশত নিজের ভাইকে গুলি করার পর, দাদা ৯১১ এ ফোন করে সমস্ত ঘটনা জানায়। আর এর পরেই পুলিশ (police) ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে দাদা নিজের গায়ে নিজেই গুলি করে আত্মহত্যা করে।

অবশেষে পুলিশ সেই বাড়িতে এসে পৌঁছালে তারা প্রথমে ছোট ভাইয়ের মৃতদেহ খুঁজে পায়। তার পর আরো একটু খোঁজাখোঁজির পর মৃত দাদার খোঁজ পায় তারা। পুলিশ জানিয়েছে, ওই বাড়িটি ছিল নির্জন এলাকায়। সম্ভবত ঘরে ভাল্লুক ঢোকার কারণে ভাল্লুকে গুলি করতে গিয়ে গুলি লাগে তার ছোট ভাইয়ের। আর তার পরেই, দাদা ছোট ভাইয়ের কষ্ট সহ্য করতে না পেরে নিজেই নিজের গায়ে গুলি করে সে।

#আরো পড়ুনঃ অনলাইনে ক্লাস চলাকালীন ম্যাডামকে বিয়ের প্রস্তাব ছাত্রের! 

আপনার জন্য
WhatsApp Logo