Friday, December 8, 2023

বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ হারালো ১ ব্যক্তি

 

#বিস্তারিতঃ‌ বৈদ্যুতিক ট্রান্সমিটার (transmitter) চুরি করতে গিয়ে প্রাণ হারালো বছর ৫০-এর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের (Bangladesh) গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম, ছানোয়ার হোসেন।

জানা গিয়েছে, সোমবার (Monday) ৮ জানুয়ারি (January) ভোর রাতে মাঝিপাড়ার শ্যালো মেশিন ঘরের কাছে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়েছিল ছানোয়ার। কিন্তু বিদ্যুৎপিষ্ট হয়ে খুঁটির উপর থেকে ছিটকে পড়ে যান তিনি। এবং তার হাত ও পা সহ পুড়ে যায় গোটা শরীর। পরে ছানোয়ারকে হসপিটালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি তাকে।

ঘটনায় পুলিশ(Police) জানিয়েছে, মৃত ছানোয়ার হোসেন, ছান্না উপজেলার ঠান্ডা মিয়ার ছেলে। তবে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানায় পুলিশ।

#আরো পড়ুনঃ দ্বিতীয় বার ঘরে কন্যা সন্তান জন্ম নেবার কারণে ৪ মাস বয়সী শিশুকে আছাড় মেরে হত্যা বাবার

আপনার জন্য
WhatsApp Logo