#নিউজ ডেস্কঃ দু’মুখো সাপের কথা তো শুনছেন সকলেই। কিন্তু কখনো কি দু’মুখো মাছের কথা শুনেছেন?
কিন্তু নিউইর্য়কে (Newyork) বসবাসরত এক দম্পতি তারা সম্প্রতি সমুদ্রে বোর্ড নিয়ে ঘুরতে গেলে তারা সেখানে বড়শি ফেললে তাদের ছিপে দু’মুখো একটি মাছ উঠে আসে। এবং মাছটি দেখে হতবাক হয়ে যান তারা।
এই বিষয়ে ওই দম্পতির স্বামী ডেবি জানায়, মাছটি ছিল অদ্ভুত! মাছটির তলার চোয়ালের নিচে রয়েছে আরও একটি চোয়াল। এবং মাছটি দুটি চোয়ালই হা করে বন্ধ করেছে আবার সেটি খুলছে।
তবে বিরল প্রজাতির মাছটিকে মারেননি ওই দম্পতি। তারা শুধু মাছটির একটি ছবি নিয়ে তাকে আবারো জলে ছেড়ে দেন। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড (Social media) করেন তাঁরা। ডেবি বলেন, মাছটিকে প্রথমে দেখে বেশ অবাকই হই। কিন্তু পরে সেই মাছটিকে আমরা জলে দেই মাছটি সুস্থ ভাবে বাঁচার জন্য।
#আরো পড়ুনঃ গাড়িতে বড় পতাকা লাগিয়ে অতিদ্রুত সীমান্তের দিকে এগোনোর বার্তা ভারতীয় পড়ুয়াদের