Friday, December 8, 2023

প্রথম দেখাতেই প্রেম, তার পর বিয়ে ৬২ বছরের বৃদ্ধার।

Love at the age of 62, then marriage
#নিউজ ডেস্কঃ ভালোবাসা যে বয়সের ধার ধারেনা সেটা আবারও প্রমাণ করে দিলেন ৬২ বছরের এক বৃদ্ধা। নিজের একাকিত্ব জীবন থেকে বেরিয়ে এসে পছন্দের মানুষটিকে বিবাহ করেন তিনি। যেন শেষ বয়সে তার জীবনে নেমে এসেছে বসন্তের ছোঁয়া।

৬২ বছরের ওই বৃদ্ধার নাম আশরাফ আলী। তিনি বাংলাদেশের (Bangladesh) বরিশালের বানারীপাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, শনিবার(Saturday) রাতে বানীপাড়ার (Banipara) উপজেলার চাখার ইউনিয়নের বাসিন্দা মোসাম্মত্‍ বানু বেগম ( ৫৪) (Mosammat: Banu Begum) কে বিয়ে করেন তিনি। আর সেই বিয়ে দেখতেই হাজির হয়েছিল এলাকার কয়েকশ মানুষ। বিয়ে উপলক্ষে মূলত উৎসবে মেতে উঠেছিল তারা।

গ্রামের কয়েকজন জানায়, বয়স পেড়িয়ে গেলেও বিয়ে করেননি ওই বৃদ্ধা। ভবঘুরের মতোন চারিদিকে ঘুরে বেরিয়েছেন। অবশেষে শেষ বয়সে এসে শরীর অশক্ত হয়ে পড়লে বিয়ে করার সিদ্ধান্ত নেন ৬২ বছর বয়সী আশরাফ।

একটি সাংবাদিক সাক্ষাৎকারে আশরাফ জানায়, তিনি ভাবতেই পারেননি এভাবে ৬২ বছর বয়সে এসে তিনি সাংসারিক হবেন। একা থাকতে খুব কষ্ট হতো। সময় মতো খাওয়া হতো না। শরীর অসুস্থ হলে কেউই দেখার ছিল না। কিন্তু এখন আমি চিন্তা মুক্ত হলাম। বলেন আশরাফ। 

 

আশরাফ আরো বলেন, প্রথম দেখাতেই আমি মোসাম্মত্‍ বানুর প্রেমে পড়ি। তার পর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেই। মোসাম্মত্‍ বানুরও স্বামী মারা যাবার পর তিনিও একা থাকতেন। এদিকে পাত্রী বানু তিনিও লাজুক কন্ঠে বলেন, আমিও ভরসা পেলাম। 

#আরো পড়ুনঃ গাধা চুরির অভিযোগে উঠলো নেতার বিরুদ্ধে! 

আপনার জন্য
WhatsApp Logo