পেট কেটে উদ্ধার ৪৭ কেজির মাংসপিণ্ড!

 

47kg meatballs rescued by cutting the stomach!

#বিস্তারিতঃ দীর্ঘ অপারেশনের পর অবশেষে মহিলার পেট কেটে উদ্ধার হয় ৪৭ কেজির একটি মাংসপিণ্ড। মাংসপিণ্ডটি ওই মহিলার ওজনের প্রায় সমান সমান‌‌‌ ছিল। যেখানে ওই মহিলার ওজন ছিল ৫৭ কেজি। শুধু তাই নয়, মাংসপিণ্ডটি এতোটাই আকারে বড় ছিল যে, লিভার, ফুসফুস, এমনকি জরায়ু পর্যন্ত তার নিজের জায়গা থেকে সরে গিয়েছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গুজরাটে (Gujarat) বসবাসরত ওই মহিলা নিজের শরীরের ভিতর এতো বড়ো একটি মাংসপিণ্ডর কথা প্রথমে তিনি তেমন ভাবে বুঝতে পারেননি। তাই তিনি আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে এটি তার শরীরের ভিতর বাড়তে থাকে। পেট ফুলে যায়। ওজন  আগের থেকেও কয়েকগুণ বেড়ে যায় তার। এমনকি গত কয়েকমাসের মধ্যে বিছানা নেন তিনি। অবশেষে আমেদাবাদের (Ahmedabad) একদল চিকিৎসক তার পেটের জটিল অস্ত্রোপচার করেন। 

এখানেই শেষ নয়, মহিলার পেটের সিটি স্ক্যান (CT scan) করতে গিয়েও চিকিৎসকদের নানান সমস্যার মুখে পড়তে হয়েছিল। কারন মেশিনেও জায়গায় হচ্ছিল না ওই মহিলার। কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়ে চিকিৎসকরা তার শরীরে অস্ত্রোপচার করতে সক্ষম হন। ৪৭ কেজির মাংসপিণ্ড বেড়িয়ে আসে তার পেটের ভিতর থেকে।

 

বলা হচ্ছে, ভারতে এর আগে যতো টিউমারের অস্ত্রোপচার  হয়েছে তার মধ্যে এটাই সর্ববৃহৎ। ২০০৮ সাল থেকে পেটের সমস্যায় ভুগছিলেন ওই নারী। সফল ভাবে অস্ত্রোপচারের পর ওই মহিলার ওজন দাঁড়িয়ে ৪৯ কেজি। টিউমারের সাথে কাটা পড়েছে  পেটে গজিয়ে যাওয়া বাড়তি চামড়াও। 

অবশেষে চিকিৎসার পর ওই মহিলা সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছেন।

#আরো পড়ুনঃ ৫ বছর ধরে ১৩ ছাত্রীকে ধর্ষন এক শিক্ষকের!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment