Friday, December 8, 2023

পূজো দিতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যু!

 

4 brothers died while worshiping Saraswati!

#বিস্তারিতঃ  সরস্বতী পূজো দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যুর খবর সামনে এসেছে।

ঘটনাটি ঘটেছে, বাংলাদেশর (Bangladesh) কক্সবাজারে মালুমঘাট হাইওয়েতে।

জানা গিয়েছে, মঙ্গলবার (Tuesday) ভোর ৫ টায় পূজোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন অনুপম দে (৪৭) নিরুপ দে ( ৪৫) দীপক দে (৪০) এবং চম্পক দে (২৫) নামে ওই চারজন ভাই। কিন্তু পথিমধ্যেই কক্সবাজারের (Cox’s Bazar) শহরের দিকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ ভাইয়ের। অপর ২ ভাইকে খ্রিস্টান মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু ঘটে। এবং আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

#আরো পড়ুনঃ হাতুড়ি খুঁজতে গিয়ে পেলেন গুপ্তধন!


আপনার জন্য
WhatsApp Logo