Saturday, December 2, 2023

নেইমারের ব্যাংক একাউন্ট থেকে লক্ষাধিক টাকা চুরি, ঘটনায় গ্রেপ্তার এক যুবক

A young man arrested for stealing millions of rupees from Neymar's bank account

#বিস্তারিতঃ জনপ্রিয় ফুটবল তারকা নেইমারের ব্যাংক (Bank) একাউন্ট থেকে প্রায় 40 হাজারেরও বেশি টাকা চুরির খবর সামনে এসেছে। সম্ভবত তার ব্যাংক একাউন্টি (Bank account) হ্যাক (Hack) করা হয়েছে বলে আপাতদৃষ্টিতে দেখানো হয়েছে।

জানা গিয়েছে, এই ঘটনায় ব্রাজিল (Brazil) পুলিশ একজনকে গ্রেফতার করেছে। সে জানায়, নেইমারের যে ব্যাংকে তার বাবা এবং নেইমারের একাউন্ট রয়েছে, সে ওই ব্যাংকেরই একজন কর্মচারী। এবং ওই ২০ বছর বয়সী যুবক তার এক বন্ধুর কাছ থেকে ব্যাংকের সমস্ত ধনী ব্যক্তিদের একাউন্টের অ্যাক্সেস (access )পায়। এবং সেই তালিকায় নেইমারের নাম ছিল বলে জানা গিয়েছে। এর পর একে একে নেইমার সহ সমস্ত ধনী ব্যক্তিদের ব্যাংক একাউন্টে থেকে লক্ষ লক্ষ ডলার টাকা সরাতে থাকে ওই যুবক। 

 

ঘটনায় এক পুলিশ (police) আধিকারিক  জানায়, কয়েক দফা চুরির পর ওই যুবক একাউন্ট থেকে ২ লক্ষ ব্রাজিল টাকা হাতিয়ে নেয়। প্রথমে বিষয়টি কেউই বুঝতে পারেননি। কিন্তু নেইমার এবং তার বাবা, তাদের ব্যাংক একাউন্ট  (Bank Account) থেকে টাকা চলে যাচ্ছে এটা বুঝতে পেরে তারা ব্যাংক(Bank) কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপরই সমস্ত মুখোস খুলে যায় ওই কর্মচারীর।

#আরো পড়ুনঃ টাকা না পাওয়ায় প্রেমিকের উপর অমানবিক নির্যাতন প্রেমিকার!

আপনার জন্য
WhatsApp Logo