#নিউজ ডেস্কঃ যুদ্ধ প্রায় শুধু হয়ে গিয়েছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। এদিকে যুদ্ধের পরিস্থতি যে কতটা ভয়ঙ্কর সেটা বেশ ভালোই টের পাচ্ছে ইউক্রেন। রাশিয়া একেরপর এক যুদ্ধ বিমান ইউক্রেনের সীমান্ত রেখা অতিক্রম করে পাঠিয়ে চলেছে তাঁরা। ধ্বংস লিলা শুরু হয়ে গিয়েছে চারিদিকে। ন্যাটো শেষ দেশ গুলিও ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেও এখন পর্যন্ত তাদের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি।
তাই আপাতত দেশবাসীকে রাশিয়ার হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।(Volodymyr Zelensky) তিনি ঘোষণা করেন, দেশের সমস্ত ফিট মানুষেরা জরুরী পরিস্থিতে সেনাতে অংশগ্রহণ করতে পারবে। রাশিয়ার হামলাকে এক প্রকার রুখে দেওয়ার কথা বলেন তিনি। তাই এক কথায় বলাই যাই ইউক্রেনের প্রেসিডেন্ট দেশবাসীর কাছে রক্ত চেয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য।
⚠️#BREAKING | A father who sent his family to a safe zone bid farewell to his little girl and stayed behind to fight …
#Ukraine #Ukraina #Russia #Putin #WWIII #worldwar3 #UkraineRussie #RussiaUkraineConflict #RussiaInvadedUkraine pic.twitter.com/vHGaCh6Z2i
— New News EU (@Newnews_eu) February 24, 2022
Ukrainian forces are in high morale and respond with full force to the Russian invasion of Ukrainian territory #Ukraine_Russia #Russian_Ukrainian #ukraina pic.twitter.com/qYGZcQgMpJ
— Hashtag Elyoum (@Hashtagelyoum) February 24, 2022
Europe and USA trying to protect Ukraine from Russia like.. pic.twitter.com/mwwDBfWbp9
— MA (@MA10668655) February 24, 2022
এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি( Volodymyr Zelensky) তিনি রাশিয়ান সেনাকে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গেও তুলনা করেছেন। তিনি বলেন, কাপুরুষেরা হামলা চালাচ্ছে ইউক্রেনের উপর। তবে যুদ্ধের প্রতিঘাত দিতেও রাজি তারা। এক ইঞ্চিও জমি ছাড়বেন না বলে জানায় ইউক্রেন।
#আরো পড়ুনঃ পার্কের ভিতরে হীরের খনি!