#বিস্তারিতঃ প্রেমিকা ১০ লাখ টাকা আবদার করেছিল প্রেমিকের কাছে। কিন্তু প্রেমিক সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় প্রেমিকা। শুধু তাই নয়, অপহরণের পর তার গায়ে জলন্ত সিগারেট ছ্যাকা এবং গরম জল ঢেলে দেয় ওই নারী।
ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রে (United States)
অভিযুক্ত ওই নারীর নাম সারাহ(৩০)। বয়ফ্রেন্ডের উপর এমন শারীরিক নির্যাতনের জন্য সারাহকে যুক্তরাষ্ট্র আদালত ছয় বছর চার মাসের জেল হেফাজতের নির্দেশ দেয়।
কিন্তু অভিযুক্ত ওই নরী আদালতে তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে উল্টো মামলা করেন। যেখানে বলা হয়, ডেভিসা তার দুই বছর বয়সী মেয়েকে অপহরণ করেন। কিন্তু যুক্তরাষ্ট্র আদালত এই বিষয়ে তার সমস্ত মামলা খারিজ করে দেয়।
জানা গিয়েছে, একবছর আগে ওই নারী এবং ডেভিসের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়েছিল। এরপরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং তারা বিয়েও করার সিদ্ধান্ত নেন। কিন্তু নিজের সৌন্দর্য বাড়াবার জন্য ওই নরী তার ঠোঁটে বোটক্স ট্রিটমেন্ট (Botox treatment) করিয়েছিলেন। কিন্তু সেই খরচের টাকা প্রেমিক দিতে অস্বীকার করার তাকে অপহরণ করে তার উপর শারীরিক নির্যাতন চালায় প্রেমিকা।
#আরো পড়ুনঃ ভাল্লুক মারতে গিয়ে খুন ছোট ভাই, সেই দুঃখে বড় ভাইয়ের আত্মহত্যা!