Friday, December 1, 2023

জানালা ভাঙ্গার কারনে ক্ষতিপূরণ বাবদ বাড়ির মালিককে ১৫ হাজার টাকা দিয়ে গেল চোর!

 

 

#বিস্তারিতঃ  বাইরে প্রচন্ড ঠান্ডার কারণে এক চোর আশ্রয় নিয়েছিল একটি বাড়িতে। সেখানে তিনি সারারাত কাটান। আরাম করেন,  খাওয়া দাওয়া করেন, এমনকি বিছানায় শুয়ে শুয়ে টিভিও দেখেন তিনি। এবং পরেরদিন ভোরের আলো ফুটতেই ওই বাড়ি থেকে বেড়িয়ে পড়ে সেই চোর। কিন্তু যাওয়ার আগে ক্ষতিপূরণ বাবদ জানালা ভাঙ্গার কারণে বাড়ির মালিককে একটি চিঠির ভিতরে নগদ ১৫ হাজার টাকা দিয়ে যায় সে। 

ঘটনাটি ঘটেছে, ব্রাজিলের (Brazil)  সান্টা ফে নামক এক ব্যক্তির বাড়িতে।


এবং গত ৩০ জানুয়ারী বাড়ির মালিক সান্টা, তিনি বাড়ি ফিরে দেখেন তার বাড়ির সমস্ত কাঁচের জানালা দরজা ভাঙা। নিমিষেই তিনি বুঝে যান বাড়িতে কি ঘটেছে। বিষয়টি আরো ভালো ভাবে বুঝতে তিনি এগিয়ে যান তার ঘরে। সেখানে তিনি দেখেন তার সমস্ত জিনিস পত্র ঠিকই আছে, চুরি যায়নি কিছুই। তবে টেবিলের উপর তিনি একটি চিঠি খুঁজে পান,চিঠিতি খুলতেই তার মধ্যে থেকে বেড়িয়ে আসে ২০০ ডলার (২৫ হাজার টাকা ভারতীয় মুদ্রা) এবং সাথে তিনি একটি কাগজ দেখেন, যেখানে লেখা রয়েছে.. জানালার  কাঁচ ভাঙ্গার জন্য আমি খুবই দুঃখিত। আমি এটি নিজের ইচ্ছায় করিনি! তবে আমি ক্ষতিপূরণ বাবদ এর জন্য ১৫ হাজার টাকা দিয়ে গেলাম। পারলে আমাকে ক্ষমা করে দেবেন।

এবং তার কিছুদিন পরে বাড়ির মালিক সান্টা, তিনি জানতে পারেন যে লোকটি তার বাড়িতে চুরি করতে ঢুকেছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। এবং পুলিশ সান্টাকে জানায়, প্রচন্ড ঠান্ডা সহ্য করতে না পেরে চোরটি তার বাড়িতে ঢুকেছিল। তবে সে কিছুই চুরি করেনি। বরং জানালার কাঁচ ভাঙ্গার কারণে উল্টো ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে যায় সে।

#আরো পড়ুনঃ সমকামীতার অভিযোগে ইরানে দুই যুবকের মৃত্যুদণ্ড!


আপনার জন্য
WhatsApp Logo