#বিস্তারিতঃ পালিত ছাগল মারার অপরাধে এক কুমিরকে নির্মমভাবে হত্যা করলো উত্তেজিত গ্ৰামবাসীরা। শুধু তাই নয়, কুমিরটিকে হত্যার পর সেটিকে দড়ি দিয়ে বেঁধে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে কিছু লোক।
গত মঙ্গলবার (Tuesday) সকালে পাকিস্তানের (Pakistan) সিন্ধু প্রদেশে এই ঘটনাটি ঘটে। যার ভিডিও এখন ভাইরাল (Viral)
পাকিস্তানের একটি পত্রিকার খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে ছাগলটি একটি জলাশয়ে জল খেতে গিয়েছিল। তখনি জলে থাকা কুমিরটি সেই ছাগলটির উপর হামলা করে তাকে মেরে ফেলে। এরপরেই কিছু লোকজন এসে ওই কুমিরটিকে পাল্টা আক্রমন করে তাকে কুঠার দিয়ে শেষ করে ফেলে। এর পর সেই কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে গাড়িতে করে বিক্রির জন্য নিয়ে যায় অন্য গ্রামে।
TW: animal cruelty
Angry villagers near Mirpurkhas in Sindh reportedly killed a crocodile after it ate one of their goats. They bound the lifeless reptile and transported it to another village in order to reap some “reward”.
For more: https://t.co/Z921GRoLIQ#etribune #news pic.twitter.com/W6YHi9rBHQ
— The Express Tribune (@etribune) February 8, 2022
ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে কুমির মারার ভিডিওটি। তবে প্রশ্ন উঠছে, সারা বিশ্ব যখন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আন্দোলন গড়ে তুলছে, সেখানে পাকিস্তানের এমন ঘটনায় নিন্দার ঝড় উঠছে সর্বোচ্চ স্তরে।
#আরো পড়ুনঃ মেয়ের বিয়েতে আর্শিবাদ মৃত বাবার