Thursday, December 7, 2023

ছবি এঁকে লাখ টাকা উপার্জন কুকুরের

 

Dogs earning lakhs of rupees by painting pictures

#বিস্তারিতঃ  ছবি এঁকে লাখ টাকা উপার্জন তাও আবার একটি  কুকুরের। শুনতে অবাক লাগলেও কথাটা কিন্তু সত্যি।  ৯ বছর বয়সী সেই কুকুরটির নাম “আইভি”(Ivy) সে একটি অস্ট্রেলিয়ান শেফার্ড।  আইভি আর পাঁচটি সাধারণ কুকুরের মতোন নয়, বরং তার রয়েছে বিশাল প্রতিভা। দিনের বেশিরভাগ সময়ই অতিবাহিত করে ছবি আঁকতে।  

জানা গেছে, কুকুরটি এখন পর্যন্ত অনলাইনে (online) তার ছবি বিক্রি করে ১৫ হাজার পাউন্ড কামিয়েছে। যা ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ টাকা।

এই বিষয়ে আইভির মালিক লিসা কাইট (Lisa Kite)  তিনি বলেন, সে যখন কুকুরটিকে বাড়িতে এনেছিল সে ২ বছর বয়স থেকেই ছবি আঁকা শুরু করে। এরপর ধীরে ধীরে ৯ বছর বয়সে সে তার কল্পনার জগতে হারিয়ে যায়। কুকুরটির  সবচেয়ে দামি  পেন্টিং বিক্রি হয়  ৩৬০ পাউন্ডে অর্থাৎ ভারতীয় টাকায় ৫০ হাজার রুপি। কুকুরটি একটি ছবি আঁকতে সময় নেয় ২ সাপ্তাহের মতোন।

 

লিসা কাইট বলেন, সে তার কুকুরটিকে নিয়ে খুবই গর্বিত। ছোট বেলা থেকেই তিনি তার কুকুরটিকে ছোট ছোট কাজ শিখিয়েছেন। জামার বোতাম খোলা, পা পরিষ্কার করা, এমনকি কয়েন সংরক্ষণ করা ইত্যাদি। সে এখন ছোট ছোট কাজ শিখে অনেক বড় বড় কাজও করতে পারে। 

লিসা আরো বলেন, আইভির আঁকা ছবি গুলো বিশ্বব্যাপী জনপ্রিয়। ছবিগুলো তিনি ইন্টারনেটের internet) সাহায্যে বিভিন্ন দেশে বিক্রি করেন। এবং ছবি বিক্রির টাকায় বিভিন্ন ফুড ব্যাংকে (Food Bank) দান করেন তিনি।

#আরো পড়ুনঃ ছাগল খাওয়ার অপরাধে কুমিরের উপর অমানবিক অত্যাচার গ্ৰামবাসীদের (ভিডিও) 


আপনার জন্য
WhatsApp Logo