Saturday, December 2, 2023

চিড়িয়াখানার নিরাপত্তা কর্মীকে মেরে সঙ্গি নিয়ে পলাতক স্ত্রী সিংহ!

 

চিত্রঃ সংগৃহীত।

#বিস্তারিতঃ  খাঁচার নিরাপত্তা অধিনে থাকা এক কর্মীকে মেরে স্ত্রী সিংহ তার সঙ্গীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরের একটি চিড়িয়াখানায়। 

জানা গিয়েছে, যখন ওই নিরাপত্তা কর্মী তার কাজে কর্মরত ছিলেন তখন ভুলবশত সাফাই কর্মীরা সেই সিংহের খাঁচার দরজাটি খোলা রেখে যায়, আর সেই সুযোগেই স্ত্রী সিংহটি তার পুরুষ সঙ্গীকে নিয়ে খাঁচা থেকে বেড়িয়ে কর্মরত ৪০ বছর বয়সী ওই নিরাপত্তাকর্মীকে মেরে সেখান থেকে পালিয়ে যায়।  বলা হচ্ছে, সিংহটি ওই চিড়িয়াখানায় বেশ কয়েক বছর ধরেই ছিল। 

ঘটনায় পরে অবশ্য চিড়িয়াখানার কর্তৃপক্ষ সেই পলাতক স্ত্রী সিংহ এবং তার সঙ্গীকে জীবিত ধরতে সক্ষম হয়। 

#আরো পড়ুনঃ ফুটপাতে গাড়ি তুলে দিয়ে ৩ মহিলা সহ ১ 


আপনার জন্য
WhatsApp Logo